March 29, 2024, 5:13 pm


সামি

Published:
2018-05-16 00:32:53 BdST

বিশ্বকাপের জন্য ক্রোয়েশিয়ার প্রাথমিক দল ঘোষণা


এফটি বাংলা

১৯৯৮ সালে ফ্রান্সে অনুষ্ঠিত বিশ্বকাপে সবাইকে চমকে দিয়েছিলো ক্রোয়েশিয়া। তবে সেই বিশ্বকাপের পর আর কোন চমক দেখাতে পারেনি লাল-সাদা শিবির। ২০০২, ২০০৬ এবং সর্বশেষ ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বাদ পড়েছে তারা। আর মাঝের ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে বাছাইপর্বই পার হতে পারেনি ক্রোয়াটরা।

তবে এবার নতুন ইতিহাস গড়তে চায় তারা, কেননা তাদের দলে আছে বর্তমান বিশ্বের অন্যতম সেরা তিন মিডফিল্ডার। তাই ইতিহাস নতুন করে লিখতে চাওয়া ক্রোয়েটরা স্বাভাবিকভাবেই কাউকে ছাড় দেবে না।

সেই লক্ষ্যেই উল্লেখযোগ্য সব ফুটবলারকে রেখেই ৩২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করছে ক্রোয়েটরা। রিয়াল মাদ্রিদের লুকা মদ্রিচ, মাতেও কোভাচিচ, বার্সেলোনার রাকিটিচ, লিভারপুলের ডেজান লোভরেন, জুভেন্তাসের মারিও মানজুকিচদের নিয়েই দল গঠন করেছেন ক্রোয়েশিয়ার কোচ।

বিশ্বকাপে ক্রোয়েশিয়ার ৩২ সদস্যের প্রাথমিক দল

গোলরক্ষক: দানিয়েল সুবাসিচ, লভরে কালিনিচ, ডমিনিক লিভাকভিচ, কারলো লেতিকা

ডিফেন্ডার: ভেদরান চারলুকা, ডমাগজ ভিদা, ইভান স্ট্রিনিচ, ডেজান লভরেন, সিমে ভ্রাসালক, ইয়সিপ পিভারিচ, তিন ইয়েদভাজ, মাতে মিতরভিচ, বর্না বারিসিচ, জোরান নিজিক, দুয়ে সালেতা সার, বোর্না সসা।

মিডফিল্ডার: লুকা মদ্রিচ, ইভান রাকিটিচ, মারসেলো ব্রজোভ ইচ, মার্কো রগ, মারিও পাসালিচ, ফিলিপ ব্রাদারিচ মাতেও কোভাচিচ, মিলান বাদেলজ।

ফরোয়ার্ড: মারিও মানজুকিচ, আনতে রেবিক, দুয়ে হোপ, ইভান সানতিনি, ইভান পেরেসিচ, নিকো কালিনিচ, আন্দ্রে ক্রামারিচ, মারকো জাকা।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা