নিজস্ব প্রতিবেদক
Published:2025-08-28 16:55:52 BdST
আইএসপিআরসেনাবাহিনীর সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই বিশ্ববিদ্যালয় সংসদ নির্বাচনে
ছবি: সংগৃহীত
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনীর সম্পৃক্ত হবার সুযোগ নেই বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বুধবার (২৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর এ কথা জানায়।
আইএসপিআর জানায়, সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে এসব নির্বাচনে দায়িত্ব পালনের বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি এবং ভবিষ্যতে এ ধরনের কোনো দায়িত্বে সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.