April 19, 2024, 8:56 pm


নিজস্ব প্রতিবেদক

Published:
2020-07-09 19:11:43 BdST

চট্টগ্রামের আগ্রাবাদে অত্যাধুনিক ল্যাবে দুর্ধর্ষ ডাকাতি


বানিজ্যিক রাজধানী চট্টগ্রামের আগ্রাবাদ এলাকার ১০৭০ শেখ মুজিব রোডের প্রগতি হাউজের ৩য় তলায় গত ৮ই জুলাই গভীর রাতে মাল্টিফ্যাস্টেড ইউনিক সেফটি এন্ড কোয়ালিটি আ্যাসেসমেন্ট ল্যাব লিমিটেডের ফায়ার এক্সিট দরজা ভেঙ্গে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।

প্রথমবারের মতো বাংলাদেশে বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত সম্পূর্ণ অটোমেটিক এই ল্যাবটি আমদানি ও রপ্তানিকৃত পন্যের গুনগত মান পরীক্ষা করার জন্য গড়ে তোলা হয়েছে। 

সকাল ৯ টায় অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা অফিসের মুল দরজা খুলে ভিতরে প্রবেশ করে ল্যাবের ইমারজেন্সি বহিঃগমন দরজা ভাঙা দেখতে পায়।

মূলত বহিঃগমন দরজায় কলাপসিবল গেট থাকার কারনে ভিতরে ঢুকতে না পেরে ডাকাতরা বাথরুমের ভেন্টিলেটর ভেঙে ভিতরে প্রবেশ করে।

ল্যাবের প্রতিটি রুমে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত থাকার কারনে ডাকাতরা প্রথমেই সিসি ক্যামেরার  সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে ডাকাতি করে।

ল্যাবের হেড অব এডমিন কামরুল ইসলাম দি ফিন্যান্স টুডেকে জানান, দুর্বৃত্তরা আমাদের ল্যাবে প্রবেশ করে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, মুল্যবান যন্ত্রপাতি, মনিটর ও ল্যাপটপ নিয়ে গেছে।

তিনি আরও বলেন, ঘটনাটি চট্টগ্রামের ডবলমুরিং থানাকে জানানো হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য ল্যাবটি যেসকল অত্যাধুনিক যন্ত্রপাতি দ্বারা সজ্জিত করা হয়েছিল তা এশিয়ার মধ্যে হাতে গোনা দুয়েকটি ল্যাবে রয়েছে।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা