March 29, 2024, 2:32 am


Staff Correspondent

Published:
2023-01-22 01:18:22 BdST

চিরকাল স্মরনীয় হয়ে থাকবেন মুজিব বাহিনীর প্রধান আব্দুল মান্নান


মুজিব বাহিনীর প্রধান , কমান্ডার ইন চীফ , লেবার ফ্রন্ট ,শ্রমিক রাজনীতির আন্তর্জাতিক শ্রম সংস্থা(ILO) এর সদস্য,৭০'র জাতীয় পরিষদ সদস্য,বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ
সহচর
১৯৩৩ সালে বরিশালের বাকেরগঞ্জে জন্ম নেওয়া এই কীর্তিমান পুরুষ ১৯৮৬ সালের ২৭ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।

শ্রমিকনেতা আব্দুল মান্নান এই রাষ্ট্র প্রতিষ্ঠার পেছনে বঙ্গবন্ধুর নেতৃত্বে ৬৬'র ৬ দফা,৬৯’র গণঅভ্যুত্থান,৭০'র নির্বাচন এবং ৭১'র মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী,স্বাধীন বাংলাদেশের
স্থপতি,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার শোষিত, বঞ্চিত, অবহেলিত শ্রমিক সমাজের ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে বাঙালীর আজন্ম লালিত
স্বাধীনতার স্বপ্নকে বাস্তবায়নের প্রয়াসে ৬৯’র গণঅভ্যুত্থানের মাধ্যমে মুক্ত হয়ে আসার পর ১৯৬৯ সালের ১২ ই অক্টোবর প্রখ্যাত শ্রমিক নেতা
নুরুল হক কে সভাপতি এবং আব্দুল মান্নানকে সাধারন সম্পাদক করে জাতীয় শ্রমিকলীগ প্রতিষ্ঠা করেন।মুক্তিযুদ্ধসহ সকল গণতান্ত্রিক আন্দোলন , সংগ্রামে সংগঠনটির রয়েছে গৌরবোজ্জ্বল ভূমিকা।


অন্যান্য জাতীয় নেতৃবৃন্দের সাথে মুজিব বাহিনীর আঞ্চলিক কমান্ডার জনাব মান্নান মুক্তিযুদ্ধকে এগিয়ে নিতে সীমান্ত পার হয়ে চলে গেলেন ভারতে।শরণার্থী মুক্তিযোদ্ধা ক্যাম্পে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ
দিলেন।দীর্ঘ ৯ মাস ধরে চলল রক্তক্ষয়ী সংঘর্ষ । যুদ্ধ চলাকালীন সময়ে বহিঃবিশ্ব হতে অর্থ ও অস্ত্র সংগ্রহে অন্যতম ভূমিকা রাখেন ।

২৪ জানুয়ারি ১৯৭২ সালে জয়দেবপুরে এক শ্রমিক সমাবেশে শ্রমিক নেতা আব্দুল মান্নান বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ পূনর্গঠনে আত্মনিয়োগ করতে শ্রমিকদের প্রতি আহবান জানান।মুক্তিযোদ্ধাদের অবিলম্বেঅস্ত্র সমর্পণেরও অনুরোধ করেন মান্নান।

আব্দুল মান্নানের সাহসী নেতৃত্বে লাল বাহিনীর সদস্যরা দেশের শিল্প অঞ্চলগুলিতে দেশবিরোধী শক্তির ছত্রছায়ায়গড়ে ওঠা কৃত্রিম শ্রমিক অসন্তোষ নিরসনে সফল হয় এবং শ্রমিক শ্রেণির একমাত্র প্রতিনিধি হিসেবে বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগকে প্রতিষ্ঠিত করতে
সক্ষম হয়।
মুজিববাদের প্রশ্নে তিনি বরাবরই আপোষহীন ছিলেন।বঙ্গবন্ধুর জীবদ্দশায় তো নয়ই বরং ৭৫ এর ১৫ই আগষ্টের নির্মম ট্রাজেডির পর ও বঙ্গবন্ধুর রক্তের সাথে বেইমানি করেন নি। গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও বাঙালী জাতীয়তাবাদ এই চারটি মূলনীতির ভিত্তিতে সাম্য,মানবিক মূল্যবোধ ও সামাজিক ন্যায়বিচারের বাংলাদেশ রাষ্ট্র পূনর্গঠনে এবং বঙ্গবন্ধু হত্যা পরবর্তী অবৈধ সামরিক শাসকদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে ২৩শে আগস্ট ১৯৭৫ -১৯৮৩ পর্যন্ত কারাগারে ছিলেন। ১৯৮৬ সনের ২৭শে ডিসেম্বর রাত ১০টা ৩০ মিনিটে হলি ফ্যামিলিতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন।

মুজিববাদ প্রতিষ্ঠার লড়াইয়ে আমৃত্যু অগ্রনী ভূমিকা পালন করেছেন।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা