April 20, 2024, 6:51 am


নেহাল আহমেদ, রাজবাড়ী

Published:
2023-01-25 06:17:19 BdST

হাইকোর্টের ঐতিহাসিক রায়ে রাজবাড়ী যৌনপল্লির দীর্ঘদিনের সমস্যার সমাধান এনে দিলো


এসএসসি-এইচএসসি পরীক্ষাসহ সব ধরনের ফরম পূরণে সন্তানের অভিভাবক হিসেবে মাকেও স্বীকৃতি দিয়ে এক ঐতিহাসিক রায় দিয়েছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

ঐতিহাসিক এই রায়ে দৌলতদিয়া যৌনপল্লির মাঝে দীর্ঘদিনের অমিমাংসিত সমস্যার সমাধান হলো।

দৌলতদিয়া পতিতা পল্লির বাসিন্দা আঁখি জানান মেয়েদের মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য এ রায় গুরুত্বপূর্ণ। এই রায়ের ফলে আমাদের দীর্ঘদিনের বিড়ম্বনা, সীমাহীন সমস্যার সমাধান দেখতে পাচ্ছি।

আখিঁ মনে করেন হাইকোর্টের ঐতিহাসিক এই রায়ের ফলে রাজবাড়ী যৌনপল্লির মেয়েদের শিক্ষাক্ষেত্রে যে প্রতিবন্ধকতা ছিলো; তা দূর হবে।

রাজবাড়ী মহিলা পরিষদের সভাপতি ডাঃ পুর্নিমা দত্ত তার অভিব্যক্তি প্রকাশ করে জানান, এই রায়কে আমরা আমাদের দীর্ঘদিনের আন্দোলনের ফসল মনে করি। এই রায় মেয়েদেরকে মানুষ হিসাবে স্বীকৃতি দিলো। এই রায়কে আমরা অভিনন্দন জানাই।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা