April 24, 2024, 12:38 am


Siyam Hoque

Published:
2020-03-27 17:44:32 BdST

করোনায় বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে ২৪ হাজার ৮৭ জন


বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার পর্যন্ত বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ৮৭ জনে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, নভেল করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ৫ লাখ ৩২ হাজার ২২৪ জন। এদের মধ্যে বর্তমানে ৩ লাখ ৮৩ হাজার ৮১১ জন চিকিৎসাধীন এবং ১৯ হাজার ৩৫৭ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। এ হিসেবে প্রায় ৯৫ শতাংশ রোগী মধ্যবর্তী অবস্থায় রয়েছেন এবং ৫ শতাংশ রোগীর অবস্থা আশঙ্কাজনক।

এছাড়া করোনাভাইরাস আক্রান্ত ১ লাখ ৪৮ হাজার ৪১৩ জনের মধ্যে ১ লাখ ২৪ হাজার ৩২৬ জন সুস্থ হয়ে উঠেছেন এবং ২৪ হাজার ৮৭ জন রোগী মারা গেছেন। এ হিসেবে করোনায় আক্রান্ত প্রায় ৮৪ শতাংশ রোগী সুস্থ হয়েছেন এবং মারা গেছেন ১৬ শতাংশ মানুষ।

বাংলাদেশসহ বিশ্বের ১৯৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতি করোনাভাইরাস।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা