April 18, 2024, 8:42 am


Siyam Hoque

Published:
2020-04-01 00:27:38 BdST

মধুপুরে গার্মেন্টকর্মীর মৃত্যু, করোনা সন্দেহে এলাকায় আতঙ্ক


টাঙ্গাইলের মধুপুরে হবিবুর রহমান হবি (৩৫) নামে  এক গার্মেন্টকর্মী কয়েক দিন জ্বরে ভোগার পর মঙ্গলবার দুপুরে মারা যান। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

হবি উপজেলার মহিষমারা ইউনিয়নের মহিষমারা গ্রামের টেক্কার বাজার এলাকার হাসান আলীর ছেলে।  তিনি ঢাকা গার্মেন্টেসে কাজ করতেন।

মহিষমারা ইউপি চেয়ারম্যান কাজী মোতালেব হোসেন জানান, ছেলেটি কয়েক দিন আগে জ্বর নিয়ে বাড়িতে আসে। বিষয়টি তার পরিবার গোপন রেখেছিল। মঙ্গলবার পাতলা পায়খানা ও রক্ত বমি হয়। দুপুরে তার মৃত্যুর খবর এসেছে।

মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা জানান, করোনাভাইরাস সংক্রান্ত  টিমসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের লোকজন পাঠানো হচ্ছে। মৃতের রক্তের নমুনা সংগ্রহ করে জানাজা শেষে দাফন হবে। আশেপাশের বাড়িসহ এলাকা লকডাউন করা হবে। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুবিনা ইয়াসমিন জানান, পায়খানার রাস্তায় রক্ত যাওয়া বা রক্ত বমি হওয়া করোনার উপসর্গ নয়। তবুও পরীক্ষা করে জানা যাবে।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা