04/23/2025
নেহাল আহমেদ, রাজবাড়ী | Published: 2023-10-06 10:26:00
সম্প্রতি দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে চলমান আস্থার সংকটের কারনে নির্বাচন সংক্রান্ত জটিলতাকে কেন্দ্র করে দূরত্ব সৃষ্টির প্রেক্ষাপটে দেশে ধর্মীয় উগ্র মৌলবাদী গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। এরা বিভিন্ন সময়ে রাষ্ট্রের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর বিনা উস্কানিতে হামলা চালিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি রাজবাড়ী জেলার নাগেশ্বরী উপজেলায় এক বয়স্ক হিন্দু ব্যক্তির উপর ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে।
'স্বভাবকবি’ খ্যাত রাধাপদ রায়ের (৮০) ওপর এই হামলার ঘটনা ঘটে। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছ।
স্বভাব কবি পৃথিবীতে বিরল। বাংলাদেশে গোবিন্দচন্দ্র দাসকে স্বভাব কবি বলা হয়।রাধাপদ রায়ের জীবন যাপনে কোনভাবেই হিংস্র স্বভাবের মনে হয়নি যে তাকে মারতে হবে। এখন প্রশ্ন আসতে পারে স্বভাব কবির সমাজে কি দরকার আছে। যেমন দরকার আছে পাখির গান কিংবা ফুল বাগান।
পৃথিবীতে বহুত কবিতা লেখার আগে মুখে মুখে প্রচার হতো। এরা সাহিত্যের গুরুত্বপুর্ন অংশ। হিন্দু কবি, মুসলমান কবি বলে নয় - কিছু লোক আছে যারা এসব অন্যায় সব সময়ই করে বেড়ায় এবং পারও পেয়ে যায়। এবার যেন পার না পায় সে জন্যে স্থানীয় গুনীজনরা নিশ্চয়ই এগিয়ে আসবেন ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিবেন।
সমাজের অসংগতি, অনিয়ম তুলে ধরা রাধাপদ রায়ের উপর হামলা কোন বিছিন্ন ঘটনা নয়। দীর্ঘদিন ধরে আমাদের দেশে লোকায়ত বাঙালী সংস্কৃতির চর্চাকে হিন্দুয়ানী সংস্কৃতির তকমা লাগিয়ে এক শ্রেণির দল, গোষ্ঠী বা ব্যক্তি এমন অপরাধ করে চলেছে। বিভিন্ন সময়ে রাষ্ট্রীয় মদদে বা আশ্রয় প্রশ্রয়ে এই অপকর্ম চলেছে। একারণেই বিগত ২২/২৩ বছর ধরে আমাদের লোকজ সংস্কৃতির ধস নেমেছে।
রমনার বটমূল, উদীচী, বাউলদের চুল দাড়ি কেটে দেয়া সহ এদেশের অগুনিত ব্যক্তি বা সংগঠনের উপর সংঘটিত অপরাধের দ্রুত ও সঠিক তদন্ত এবং ন্যায় বিচার নিশ্চিত হলে এখনো কালের স্বাক্ষী হয়ে বেঁচে থাকা হাতে গোনা কয়েকজন মরমী কবির একজনকে এমন নৃশংসতার ভিকটিম হতে হত না।
সুষ্ঠু রাজনীতি ও সংস্কৃতি চর্চার অভাব, বিচার হীনতার সংস্কৃতি, সাম্প্রদায়িক শিক্ষা ব্যবস্থা এবং সুশীল সমাজের নীরবতার জন্যই দেশে সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটছে বলে মনে করেন সবাই। এই নারকীয় বর্বরতার দ্রুত এবং সুষ্ঠু তদন্তসহ অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।
আজকাল অনেকেই বিচার চাচ্ছে না, আল্লাহর উপর বিচারের ভার ছেড়ে দিচ্ছে। বিচারের দীর্ঘসূত্রতা, বিচারের খরচাপাতি এবং ন্যায় বিচার নিয়ে সন্দিহান হলে মানুষ বিচারবিমুখ হয়ে পড়ে। কেউ কেউ বলে থাকেন মামলা চালানোর মতো অবস্থাও নেই। আমরা নিরীহ মানুষ। বিচার চাইলে আল্লাহর কাছে চাই। তিনিই বিচার করবেন।'
একটি রাষ্ট্রব্যবস্থা চালু থাকার পরেও কেন মানুষ পুলিশ, প্রশাসন, বিচার ব্যবস্থার ওপর ভরসা না রেখে শুধু আল্লাহর কাছে বিচার চাইছেন? বিষয়টি রাষ্ট্রের অবশ্যই ভেবে দেখা দরকার।
কোন ভাবেই প্রতিবাদী কন্ঠ রোধ করা যাবেনা। শিল্প,, সাহিত্য, সংস্কৃতি কর্মীদের রক্ষা করতে হবে।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81