23480

05/14/2025

আতশবাজি, পটকা ফোটানো, ফানুস উড়ানো ও আগুন নিয়ে মশাল মিছিল নিষিদ্ধ

অনলাইন ডেস্ক: | Published: 2023-12-19 13:03:49

ঢাকা মহানগরীতে সবধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস উড়ানো ও আগুন নিয়ে মশাল মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি। ২৫শে ডিসেম্বর খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন এবং ৩১শে ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইটে অপ্রীতিকর ঘটনা এড়াতে এমন উদ্যোগ নেয়া হয়েছে।
সোমবার ডিএমপির কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়, এ সকল ধর্মীয় ও আনন্দ উৎসব উদ্‌যাপনের সময়ে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি নিজস্ব সংস্কৃতি, মূল্যবোধ ও ঐতিহ্যবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। এ কারণে ১৮ই ডিসেম্বর থেকে শুভ বড়দিন এবং ইংরেজি নববর্ষ উদ্‌যাপন উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে অনির্দিষ্টকালের জন্য সবধরনের আতশবাজি, মশাল মিছিল, পটকা ফোটানো, ফানুস উড়ানো ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা করেছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলেও জানানো হয়।

 


Editor & Publisher : Md. Motiur Rahman

Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81