03/06/2025
বিশেষ প্রতিবেদক | Published: 2025-03-05 23:23:12
সৌদি আরবসহ বিভিন্ন দেশের বহির্গমন ছাড়পত্রের আবেদন সরাসরি না নেওয়ায় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটিতে আন্দোলন করেছে সংক্ষুব্ধ প্রায় চার শতাধিক রিক্রুটিং এজেন্সির মালিক ও তাদের প্রতিনিধিরা। এ সময় বিএমইটি কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে আন্দোলনকারীদের হট্টগোল, বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়। বুধবার কাকরাইলে বিএমইটির প্রধান কার্যালয়ের নিচে এই ঘটনা ঘটে।
পরে পরিস্থিতি স্বাভাবিক হলে বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন রিক্রুটিং এজেন্সির প্রায় ৩০ জন সদস্য বিএমইটি মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফরের দপ্তরে আলোচনায় বসেন।
বৈঠকে তারা সৌদি আরব সহ বিভিন্ন দেশে কর্মী দ্রুত পাঠানোর ক্ষেত্রে বিএমটি ক্লিয়ারেন্স পূর্বের ন্যায় সম্পন্ন করার জন্য দাবি উত্থাপন করে।
বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম বলেন, বিএমইটি ক্লিয়ারেন্স নিয়ে বারবার সমস্যা তৈরি হচ্ছে। বুধবারও কোন ফাইল জমা নেয়নি বিএমইটি কতৃপক্ষ। হঠাৎ করে সব ফাইল অনলাইনে জমা দেওয়ার জন্য বলা হচ্ছে, ম্যানুয়ালি কোন ফাইল গ্রহণ করেনি। যেকোনও নির্দেশনা বাস্তবায়ন করতে ন্যূনতম কিছু দিন সময় দিতে হয়। কিন্তু কিছু কর্মকর্তা তা না করে কৃত্রিম সংকট তৈরি করছে।
রিক্রুটিং এজেন্সির প্রতিনিধিরা বলেন, বিএমইটি হঠাৎ করে সৌদি ভিসার ক্ষেত্রে সত্যায়ন চায়। কিন্ত এটা এক মাস আগে জানালেও হতো। গতকাল থেকে হঠাৎ তারা অনলাইনে একটা করে আবেদন জমা নিচ্ছে। আগে প্রতিদিন ৪০ থেকে ৫০টা আবেদন করা যেত। এখন থেকে মাত্র একটি করে আবেদন নিচ্ছে।
আন্দোলনকারীরা জানান, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও বিএমইটির বিভিন্ন সময়ে হঠাৎ করে নেয়া নতুন নতুন সিদ্ধান্তগুলো শ্রমবাজারকে বাধাগ্রস্ত করছে। বারবার দাবি উত্থাপন করার পরেও মন্ত্রণালয় ও বিএমইটি এই বিষয়ে অদ্যাবধি কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি বিধায় আজ অসংখ্য এজেন্সির মালিক ও তাদের প্রতিনিধিরা বিএমটিতে একত্রিত হয়।
এসময় নিয়োগকর্তার চাহিদামত দ্রুত সময়ে বিদেশে কর্মী পাঠানোর জন্য বায়রা সদস্যরা বিভিন্ন যৌক্তিক দাবি উত্থাপন করে।
এই প্রসঙ্গে বিএমইটির অতিরিক্ত মহাপরিচালক (কর্মসংস্থান) মোহাম্মদ আব্দুল হাই বলেন, আমরা এই বিষয়ে বায়রার নেতাদের সঙ্গে বসছি। আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে।
বায়রার সাবেক যুগ্ন মহাসচিব মোহাম্মদ ফখরুল ইসলামের সাথে বিএমইটির মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফরের বৈঠকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সহকারী সরোয়ার আলম, এডিজি আব্দুল হাই, এডিজি আশরাফুল আলম, পরিচালক মাসুদ রানা সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দীর্ঘ সময় আলোচনা করে উভয়পক্ষের সর্বসম্মতিক্রমে নিম্নোক্ত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়।
১. সৌদি আরবে ১ থেকে ২৪ পর্যন্ত দূতাবাসের সত্যায়ন ব্যতিরেকে ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত সম্পন্ন হওয়া সকল ওকালা এবং ভিসার বিএমইটি ক্লিয়ারেন্স পূর্বের ন্যায় প্রদান করা হবে। ২৮শে ফেব্রুয়ারির পরের ওকালা ও ভিসার বিএমইটি ক্লিয়ারেন্সের বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে।
২. বিএমইটি ক্লিয়ারেন্স অন লাইন এবং অফলাইন দুইভাবেই আবেদন করা যাবে।
৩. একক বিএমইটি ক্লিয়ারেন্স রিক্রুটিং লাইসেন্স এর মাধ্যমেও করা যাবে।
৪. বিএমইটি ক্লিয়ারেন্সের যাবতীয় খোঁজখবর নেয়ার জন্য হেল্প ডেস্ক গঠন করা হবে।
৫. বহির্গমন পরিচালক মামুন মিয়ার বিরুদ্ধে উত্থাপিত ঘুষ-বাণিজ্যের অভিযোগ যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
৬. ভিসার অনুবাদ দ্রুত করার জন্য জনবল বৃদ্ধি করা হবে।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81