03/09/2025
শাফিন আহমেদ | Published: 2025-03-07 00:42:52
দৈনিক ইনকিলাবের বিশেষ সংবাদদাতা, এলআরএফ'র সাবেক সভাপতি- সাংবাদিক সাঈদ আহমেদ খানের মমতাময়ী মা জাহানারা বেগম (৮০) বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ৭.১৫ টায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জীবদ্দশায় তিনি ছিলেন একজন পরহেজগার, সহজসরল নিষ্ঠাবান ও ন্যায়পরায়ণ মহীয়সী নারী। মৃত্যকালে তিনি ৩ ছেলে, ২ মেয়ে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমা জাহানারা বেগমের মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, এটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, বিচারপতি আহমেদ সোহেল, বিচারপতি কে. এম হাফিজুল আলম, দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর এডভোকেট তাজুল ইসলাম, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সুপ্রীমকোর্ট বার সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, এইচআরপিবি প্রেসিডেন্ট ও সিনিয়র অ্যাডভোকেট মন্জিল মোরশেদ, ড্যাফোডিল গ্রুপের সিইও ড. মোহাম্মদ নুরুজ্জামান, যুগ্মসচিব মাহমুদুর রহমান, অতিরিক্ত সচিব ড. জিয়াউল ইসলাম মুন্না, অতিরিক্ত সচিব সেলিম খান, দুদকের ডিজি মীর জয়নুল আবেদীন শিবলী।
আরও শোক জানিয়েছেন, বেগম খালেদা জিয়ার মিডিয়া উইং মেম্বার সামসুদ্দিন দিদার, ফিন্যান্স টুডে’র সম্পাদক মতিউর রহমান, ওল্ড ঢাকা জার্নালিস্ট ফোরামের প্রেসিডেন্ট ও অনলাইন পোর্টাল প্রতিদিনের সকাল সম্পাদক সালাহউদ্দিন মিঠু, ল রিপোর্টার্স ফোরাম, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বিএফইউজে, ডিউজে, জাতীয় প্রেসক্লাব, ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনে, ডিআরইউ, আরএসি এবং বাংলাদেশ চলচিত্র সাংবাদিক সমিতি, কুমিল্লা সাংবাদিক ফোরাম-ঢাকা, চট্রগ্রাম বিভাগীয় সাংবাদিক ফোরাম।
আজ বাদ জোহর মেঘনা উপজেলার তুলাতুলি কাচারিকান্দি স্কুল মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন মহামান্য রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেইন, মেঘনা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক রমিজ উদ্দিন লন্ডনী, প্রফেসর জহিরুল হক ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ব্যাংকার আ.স.ম শিবলী রেজা, ‘সবার দেশ’ পত্রিকার নির্বাহী সম্পাদক আবু ইউসুফ, কবি ও টিভি ব্যক্তিত্ব আসাদ কাজল, ঢাকা ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্ট্রার আবদুল হালিম খান, অ্যাডভোকেট হাবিব মিয়াজী, চন্দনপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক সেলিম সরকার, বিক্রমপুর ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের মহাসচিব মো. আনোয়ার হোসেন, মরহুমার আত্মীয়স্বজন ও এলাকার সর্বস্তরের জনগণ।
জানাজা শেষে মরহুমাকে তাদের পারিবারিক গোরস্তানে দাফন করা হয়।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81