03/16/2025
শাফিন আহমেদ | Published: 2025-03-15 20:35:30
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মারাত্মক ঝুঁকিপূর্ণ ভবনে দীর্ঘ ৩৬ বছর ধরে চলছে উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের ভূমি রেজিস্ট্রেশনের কাজ। ঝুঁকিপূর্ণ ভবনের ছাদ ও ওয়ালের আস্তরণ খসে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনায় প্রাণ হারানোর ভয়ে সারাক্ষণ ভূমি রেজিস্ট্রেশনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরা আতঙ্কে থাকেন। পাশাপাশি অফিসের গুরুত্বপূর্ণ নথি ও দলিল-দস্তাবেজসহ অন্যান্য সম্পদ রয়েছে হুমকির মুখে। ভবনের বিভিন্ন অংশে বড় বড় ফাটল দেখা দিয়েছে, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা। বেরিয়ে গেছে ভিমের রড। এতে গুরুত্বপূর্ণ দলিল ও নথিপত্র নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এমতাবস্থায় ভবনটি স্থানান্তরের দাবি সংশ্লিষ্টদের।
জানা যায়, বৈদ্দ্যেরবাজার ইউনিয়নের মুহাম্মদ শহীদ উল্লা দুই তলা বিশিষ্ট পুরাতন ভবনে ১৯৮৯ সাল থেকে সাব-রেজিস্ট্রার কার্যালয়টির কার্যক্রম চলছে, সংস্কার না হওয়ায় জরাজীর্ণ হয়ে পড়েছে ভবনটি। সরেজমিনে দেখা যায়, ভবনের দেয়ালে বড় বড় ফাটল, অনেক স্থানে মেঝের ঢালাই উঠে গেছে আবার সময়ের কালক্রমে বছরে দু-একবার ফাটল স্থানে ঢালাইয়ের মাধ্যমে জোড়াতালি দিয়ে চলছে সরকারি অফিসের কার্যক্রম। শুধু তাই নয়, বিদ্যুৎ লাইনও ঝুঁকিপূর্ণ, বৃষ্টি শুরু হলে টেবিলের ওপর পলিথিন দিয়ে রক্ষা করা হয় প্রয়োজনীয় দলিল-দস্তাবেজ ও কাগজপত্র। চারদিকে তৈরি হয়েছে ভুতুড়ে পরিবেশ। বছরের পর বছর জরাজীর্ণ এই ভবনেই ঝুঁকি নিয়ে দেওয়া হচ্ছে রেজিস্ট্রি অফিসের নাগরিক সেবা।
জানা গেছে, অফিসে প্রতিদিন জমি-সংক্রান্ত কাজে তিন শতাধিক মানুষ যাতায়াত করে। এখানে দুর্ঘটনায় ক্ষতির আশঙ্কা করছেন সেবা নিতে আসা সাধারণ মানুষেরা ও কর্মচারীরা।
সেবা নিতে আসা সোনারগাঁ উপজেলার বৈদ্দ্যেরবাজার ইউনিয়নের সালমা বেগম বলেন, জমি ক্রয়ের দলিল করতে রেজিস্ট্রি অফিসে আসতে হয়। ভবনের ভেতরে বেশিক্ষণ থাকলে ভয় লাগে। অনেক দিন ধরে রেজিস্ট্রি অফিসের এ অবস্থা। দেখে মনে হয় এই বুঝি ভেঙ্গে পড়ছে।
এ বিষয়ে সোনারগাঁ সাব রেজিস্ট্রার মুজিবুর রহমান বলেন, 'প্রতিবছর কোটি কোটি টাকা রাজস্ব সরকারি কোষাগারে যায়, অফিসটি মাসিক ভাড়া দিয়ে পরিচালনা করা হয়, ভবনটি স্থানান্তরের জন্য যথাযথ কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ ভবন হলেও যথাযথ কর্তৃপক্ষের নির্দেশনা না পেয়ে ঝুঁকি নিয়েও অফিসের দায়িত্ব পালন করছি।’
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81