28261

05/26/2025

একনেকে অনুমোদন পেল এলজিইডির আরবান ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প

নিজস্ব প্রতিবেদক | Published: 2025-05-25 15:52:20

গতকাল ২৪ মে এনইসি সম্মেলন কক্ষে বেলা ১১টায় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়। দুপুর সোয়া ১২টার দিকে একনেক সভা শেষ হয়।

অনুষ্ঠিত এই সভায় আরবান ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট (ইউসিআরআইপি) প্রকল্পসহ দশটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ১৯ জন উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জার্মান ডেভেলপমেন্ট ব্যাংক (কেএফডব্লিউ)-এর আওতাধিন ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেড আরবান ডেভেলপমেন্ট (সিসিএইউডি) তৃতীয় পর্যায় কর্মসূচির অধীন আরবান ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট (ইউসিআরআইপি) শীর্ষক প্রকল্প বাস্তবায়নে মোট ৫৯০.৪২ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।

এর মধ্যে বাংলাদেশ সরকার ২০৩.৭৫ কোটি টাকা এবং জার্মান সরকারের আওতাধিন উন্নয়ন সহযোগি সংস্থা জার্মান ডেভেলপমেন্ট ব্যাংক (কেএফডব্লিউ) ৩৮৬.৬৭ কোটি টাকা অনুদান দিবে।

স্থানীয় সরকার বিভাগের আওতাধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) জুন ২০২৯ এর মধ্যে ইউসিআরআইপি প্রকল্পটি বাস্তবায়ন করবে। জার্মান ডেভেলপমেন্ট ব্যাংক কেএফডব্লিউ প্রদত্ত অনুদান বাংলাদেশের নগর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য ব্যবহৃত হবে। ফলে জলবায়ু-অভিযোজিত নগর অবকাঠামো উন্নয়ন বাস্তবায়নের মাধ্যমে সিটি কর্পোরেশন ও পৌরসভাসমূহ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সক্ষমতা অর্জন করবে।

ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেড আরবান ডেভেলপমেন্ট (সিসিএইউডি) আওতায় প্রথম পর্যায়ে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) ও সাতক্ষীরা পৌরসভা সহায়তাপ্রাপ্ত হয়, দ্বিতীয় পর্যায়ে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) সহায়তা পাচ্ছে এবং তৃতীয় পর্যায়ে গাইবান্ধা সদর পৌরসভা, ইসলামপুর পৌরসভা ও সিরাজগঞ্জ পৌরসভায় এই প্রকল্পটি বাস্তবায়িত হবে।

যে সকল এলাকায় মানুষ স্বল্প, মাঝারি এবং দীর্ঘমেয়াদে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে সে সকল এলাকায় প্রকল্পটি জলবায়ু ঝুঁকি চিহ্নিত করবে এবং ভবিষ্যতে বন্যা এড়াতে সহায়তা করবে।

প্রকল্পটির প্রাথমিক ডিজাইন ও খসড়া প্রস্তুতকালে এলজিইডির সাবেক প্রকল্প পরিচালক মোঃ নাজমুল হাসান চৌধুরী এবং বর্তমানে ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনইস্ট্রিমিং প্রজেক্ট (ক্রিম্প)-এর প্রকল্প পরিচালক মোঃ আব্দুল খালেক ফোকাল পার্সন হিসেবে এই প্রকল্পের দায়িত্ব পালন করছেন।


Editor & Publisher : Md. Motiur Rahman

Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81