08/01/2025
নিজস্ব প্রতিবেদক | Published: 2025-07-30 21:59:00
কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠান গুলোর ৫ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ (বিকপ) কেন্দ্রীয় কমিটির ঘোষিত কার্যক্রমের অংশ হিসেবে আজ সকাল ১১টায় ঝিনাইদহ জেলা শহরের পোষ্ট অফিস মোড়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
‘শিক্ষা আমার অধিকার বৃত্তি আমার অহংকার, বন্ধ করো বৈষম্য নিশ্চিত করো সাম্য’ এই শ্লোগানে শত শত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন।
বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ (বিকপ)’র জেলা শাখার সাধারণ সম্পাদক কামাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত এই মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রি-ক্যাডেট এন্ড স্কুল ফাউন্ডেশন জেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ, রংধনু কিন্ডার গার্টেন স্কুলের পরিচালক মুক্তার হোসেন, উদয়ন বিদ্যা নিকেতন’র পরিচালক মনিরুজ্জামান মানিক, অক্সফোর্ড ক্যাডেট একাডেমী'র পরিচালক এস এম মীর্জা, মাতৃছায়া প্রি-ক্যাডেট’র পরিচালক বেলাল হোসেন, দ্যা নেকট্র প্রি-ক্যাডেট’র পরিচালক বলাই বিশ্বাস, শহিদুল ইসলাম ও মরিরুজ্জামান টনি।
কর্মসূচিতে জেলার ৪৩টি কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচালক, শিক্ষক-শিক্ষিকাসহ অন্যান্যরা অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে এক প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ুয়া হাজার হাজার শিক্ষার্থী প্রাথমিক শিক্ষার অংশ হলেও বৃত্তি পরীক্ষায় তাদের অংশগ্রহণের সুযোগ না থাকায় তারা বৈষম্যের শিকার হচ্ছেন।
তারা বলেন, শিক্ষা সবার অধিকার। কোনো শিক্ষার্থীকে এই ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা উচিত নয়। দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন করে সকলের জন্য বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান তারা।
অক্সফোর্ড ক্যাডেট একাডেমী'র পরিচালক এস এম মীর্জা এই প্রতিবেদককে বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে গত ১৭ জুলাই প্রাথমিক বৃত্তি পরীক্ষার তারিখ উল্লেখসহ একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি প্রথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া বেসরকারি প্রতিষ্ঠান ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করতে পারবে না। বৈষম্যহীন বাংলাদেশে এই ধরনের বৈষম্যমূলক সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এই অন্যায্য সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা আরও বলেন, সারা দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানকে বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ দিতে হবে। অন্যথায় পরীক্ষা বাতিল করতে হবে। কোনো অবস্থাতেই বৈষম্যমূলক সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না।
বক্তারা কিন্ডারগার্টেনসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবি জানান।
মানববন্ধন শেষে তারা এই বিষয়ে শিক্ষা উপদেষ্টা ও সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত এই বিষয়ে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81