29325

08/28/2025

বিদেশি নাগরিকের ডলার চুরির দায়ে মিরপুরে দুই যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | Published: 2025-08-27 18:00:46

বিদেশী নাগরিকের ডলার চুরির দায়ে দুই জনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। তারা দুজনেই পেশাদার চোর বলে জানিয়েছেন ওসি সাজ্জাদ রোমন।

গত ১৭ আগস্ট ২০২৫ইং তারিখ সন্ধ্যা ৭টার দিকে মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের উত্তর পাশ দিয়ে যাওয়ার সময় অজ্ঞাতনামা ব্যক্তিরা এক চীনা পর্যটকের ওয়ালেট চুরি করে। ওয়ালেটটিতে নগদ ৩০ হাজার টাকা, ৪০০ মার্কিন ডলার এবং পোস্টাল ব্যাংক অব চায়নার একটি ব্যাংক কার্ড ছিল। এই ঘটনায় ওই পর্যটকের বন্ধু জিন্নাতুল হক জিনান মিরপুর মডেল থানায় একটি মামলা করেন

মামলা রুজুর পর অফিসার ইনচার্জ সাজ্জাদ রোমন এর নেতৃত্বে মিরপুর থানা টিম সিসিটিভি ফুটেজ যাচাই বাছাই করে আসামী শনাক্ত করে এবং অভিযান পরিচালনা করে গত ২১ আগস্ট রূপনগর থানাধীন চলন্তিকা বস্তি হতে ঘটনার সাথে সরাসরি জড়িত সাব্বির হোসেন (১৯) কে গ্রেফতার করা হয়। তার নিকট হতে চুরি হওয়া টাকার মধ্যে নগদ দুই হাজার পাচশত টাকা উদ্ধার করা হয়।

পরবর্তীতে ২৭ আগস্ট মিরপুর ১০ নং এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সাথে সরাসরি জড়িত অপর আসামি মো: অন্তু হোসেন (২৭) কে গ্রেফতার করা হয়েছে। তার নিকট হতে চুরি হওয়া তিনশত ডলার উদ্ধার করা হয়।

মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ রোমন জানান, গ্রেফতারকৃত দু'জনই পেশাদার চোর। তারা এলাকায় বিভিন্ন সময়ে বাসা-অফিস ও দোকান-পাটে চুরি করে বলে স্বীকারোক্তি প্রদান করেছে। অনেক ছিনতাই করেও বলে জানিয়েছে।


Editor & Publisher : Md. Motiur Rahman

Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81