29749

10/12/2025

রবিবার থেকে লাগাতার আন্দোলনে যাচ্ছেন শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক | Published: 2025-10-11 20:31:20

দুই মূল দাবিতে আগামীকাল (রবিবার) থেকে অবস্থান কর্মসূচি শুরু করবেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। শিক্ষকদের দাবি হলো মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা ১৫০০ টাকা নির্ধারণ করা।

কর্মসূচিতে অংশগ্রহণ করতে ইতোমধ্যে সারা দেশ থেকে ঢাকায় আসতে শুরু করেছেন শিক্ষকরা। এই বিষয়ে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি সাংবাদিকদের বলেন, রবিবার থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে।

তিনি আরও জানান, অনেক শিক্ষক-কর্মচারী ইতিমধ্যে ঢাকায় পৌঁছেছেন এবং আগামীকাল প্রেস ক্লাব এলাকা শিক্ষক-কর্মচারীদের পদচারণায় মুখর হয়ে উঠবে।

এর আগে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার এর একটি চিঠির পরিপ্রেক্ষিতে গত ৩০ সেপ্টেম্বর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করার অনুমোদন দেয় অর্থ মন্ত্রণালয়। এই পরিপত্র ৫ অক্টোবর ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

তবে শিক্ষক-কর্মচারীরা ওই পরিপত্র প্রত্যাখ্যান করেছেন এবং বিষয়টি নিয়ে প্রতিবাদ জানান।

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট গত ১৩ আগস্ট জাতীয় প্রেস ক্লাবে শিক্ষক সমাবেশের আয়োজন করে।

ঐ সময় শিক্ষা উপদেষ্টা শিক্ষক নেতৃবৃন্দের সঙ্গে আলোচনায় শিক্ষকরা দাবি করেন, বেসিকের ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা বৃদ্ধি করা হোক।


Editor & Publisher : Md. Motiur Rahman

Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81