30021

11/04/2025

২৩৭ আসনে বিএনপির প্রার্থী

শাহীন আবদুল বারী | Published: 2025-11-04 09:18:13

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফেনী-০১, বগুড়া-০৭ ও দিনাজপুর-০৩ আসন থেকে প্রার্থী হচ্ছেন। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথম বারের মত নির্বাচন করবেন বগুড়া-৬ আসনে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিদ্বন্দ্বিতা করবেন ঠাকুরগাঁও-০১ আসনে।

সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলীয় ২৩৭ প্রার্থীর নাম ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, যেসব আসনে প্রার্থী দেওয়া হয়নি, সেগুলো পরে ঘোষণা করা হবে। এর বাইরে কিছু আসন শরিকদের জন্য ছেড়ে দেওয়া হবে। ঘোষিত তালিকায় চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ১২টি আসনে নারী প্রার্থী দেওয়া হয়েছে।

প্রার্থী তালিকা ঘোষণার পর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটি প্রাথমিক পর্যায়ের তালিকা। যে কোনো সময় যে কোনো আসনের প্রার্থীতা পরিবর্তন হতে পারে।

প্রার্থী তালিকা ঘোষণার আগে দুপুর সাড়ে ১২টায় জরুরি বৈঠকে বসেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় নিয়ে বৈঠকে আলোচনা হয়। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে ডিসেম্বরের শুরুর দিকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন; সাংগঠনিক ও সহসাংগঠনিক সম্পাদকদের মধ্যে জি কে গউস, নজরুল ইসলাম আজাদ, কলিম উদ্দিন আহমদ মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ২০টি আসনের মধ্যে ১৩টিতে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি, যার মধ্যে ৭টিতে পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে ৬টিতে একাদশ সংসদ নির্বাচনের প্রার্থীদের ওপরেই আস্থা রেখেছে দলটি।

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে গতকাল দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর -বাংলাদেশ প্রতিদিন
বিএনপি মনোনীত প্রার্থীদের তালিকা :

রংপুর বিভাগ

পঞ্চগড়-১ ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির, পঞ্চগড়-২ ফরহাদ হোসেন আজাদ, ঠাকুরগাঁও-১ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁও-২ পরে জানানো হবে, ঠাকুরগাঁও-৩ মোহাম্মদ জাহিদুর রহমান জাহিদ, দিনাজপুর-১ মো. মঞ্জুরুল ইসলাম, দিনাজপুর-২ মো. সাদিক রিয়াজ, দিনাজপুর-৩ বেগম খালেদা জিয়া, দিনাজপুর-৪ মোহাম্মদ আক্তারুজ্জামান মিয়া, দিনাজপুর-৫ পরে জানো হবে, দিনাজপুর-৬ অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, নীলফামারী-১ স্থগিত, নীলফামারী-২ এ এইচ এম মোহাম্মদ সাইফুল্লাহ রুবেল, নীলফামারী-৩ স্থগিত, নীলফামারী-৪ মোহাম্মদ আবদুল গফুর সরকার, লালমনিরহাট-১ মোহাম্মদ হাসান রাজীব প্রধান, লালমনিরহাট-২ স্থগিত, লালমনিরহাট-৩ আসাদুল হাবিব দুলু, রংপুর-১ মোকাররম হোসেন সুজন, রংপুর-২ মোহাম্মদ আলী সরকার, রংপুর-৩ শামসুজ্জামান শামু, রংপুর-৪ মোহাম্মদ এমদাদুল হক ভরসা, রংপুর-৫ মোহাম্মদ গোলাম রব্বানী, রংপুর-৬ মোহাম্মদ সাইফুল ইসলাম, কুড়িগ্রাম-১ সাইফুল ইসলাম রানা, কুড়িগ্রাম-২ মোহাম্মদ সোহেল হোসেন কায়কোবাদ, কুড়িগ্রাম-৩ তাসভীরুল ইসলাম, কুড়িগ্রাম-৪ মোহাম্মদ আজিজুর রহমান, গাইবান্ধা-১ খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী, গাইবান্ধা-২ আনিসুজ্জামান খান বাবু, গাইবান্ধা-৩ অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, গাইবান্ধা-৪ মোহাম্মদ শামীম কায়সার, গাইবান্ধা-৫ ফারুক আলম সরকার।

রাজশাহী বিভাগ

জয়পুরহাট-১ মোহাম্মদ মাসুদ রানা প্রধান, জয়পুরহাট-২ আবদুল বারী, বগুড়া-১ কাজী রফিকুল ইসলাম, বগুড়া-২ স্থগিত, বগুড়া-৩ আবদুল মুহিত তালুকদার, বগুড়া-৪ মোহাম্মদ মোশারফ হোসেন, বগুড়া-৫ গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৬ তারেক রহমান, বগুড়া-৭ বেগম খালেদা জিয়া, চাঁপাইনবাবগঞ্জ-১ মোহাম্মদ শাহজাহান মিয়া, চাঁপাইনবাবগঞ্জ-২ মোহাম্মদ আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ মোহাম্মদ হারুনুর রশীদ, নওগাঁ-১ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, নওগাঁ-২ শামসুজ্জোহা খান, নওগাঁ-৩ ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ একরামুল বারী টিপু, নওগাঁ-৫ স্থগিত, নওগাঁ-৬ শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম, রাজশাহী-১ মোহাম্মদ শরীফ উদ্দিন, রাজশাহী-২ মোহাম্মদ মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী-৪ ডিএমডি জিয়াউর রহমান, রাজশাহী-৫ অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী-৬ আবু সাঈদ চাঁদ, নাটোর-১ ফারজানা শারমিন, নাটোর-২ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোর-৩ স্থগিত, নাটোর-৪ মোহাম্মদ আবদুল আজিজ, সিরাজগঞ্জ-১ স্থগিত, সিরাজগঞ্জ-২ ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ-৩ ভিপি আইনুল হক, সিরাজগঞ্জ-৪ এম আকবর আলী, সিরাজগঞ্জ-৫ মোহাম্মদ আমিরুল ইসলাম খান, সিরাজগঞ্জ-৬ এম এম মুহিত, পাবনা-১ স্থগিত, পাবনা-২ এ কে এম সেলিম রেজা হাবিব, পাবনা-৩ মোহাম্মদ হাসান জাফির তুহিন, পাবনা-৪ হাবিবুর রহমান হাবিব, পাবনা-৫ মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাস।

খুলনা বিভাগ

মেহেরপুর-১ মাসুদ অরুণ, মেহেপুর-২ মো. আমজাদ হোসেন, কুষ্টিয়া-১ রেজা আহমেদ বাচ্চু মোল্লা, কুষ্টিয়া-২ রাগীব রউফ চৌধুরী, কুষ্টিয়া-৩ মোহাম্মদ জাকির হোসেন সরকার, কুষ্টিয়া-৪ সৈয়দ মেহেদী আহমেদ রুমি, চুয়াডাঙ্গা-১ মো. শরীফুজ্জামান, চুয়াডাঙ্গা-২ মাহমুদ হাসান খান, ঝিনাইদহ-১ স্থগিত, ঝিনাইদহ-২ স্থগিত, ঝিনাইদহ-৩ মোহাম্মদ মেহেদী হাসান, ঝিনাইদহ-৪ স্থগিত, যশোর-১ মোহাম্মদ মফিকুল হাসান তৃপ্তি, যশোর-২ মোহাম্মদ সাবিরা সুলতানা, যশোর-৩ অনিন্দ্য ইসলাম অমিত, যশোর-৪ টি এস আইয়ুব, যশোর-৫ স্থগিত, যশোর-৬ কাজী রওনকুল ইসলাম, মাগুরা-১ মো. মনোয়ার হোসেন, মাগুরা-২ নিতাই রায় চৌধুরী, বাগেরহাট-১ স্থগিত, বাগেরহাট-২ স্থগিত, বাগেরহাট-৩ স্থগিত, খুলনা-১ স্থগিত, খুলনা-২ নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-৩ রকিবুল ইসলাম বকুল, খুলনা-৪ আজিজুল বারী হেলাল, খুলনা-৫ মোহাম্মদ আলী আজগার লবী, খুলনা-৬ মনিরুল হাসান বাপ্পী, সাতক্ষীরা-১ হাবিবুল ইসলাম হাবিব, সাতক্ষীরা-২ আবদুর রউফ, সাতক্ষীরা-৩ কাজী আলাউদ্দিন, সাতক্ষীরা-৪ মো. মনিরুজ্জামান।

বরিশাল বিভাগ

বরগুনা-১ মো. নজরুল ইসলাম মোল্লা, বরগুনা-২ নুরুল ইসলাম মনি, পটুয়াখালী-১ এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, পটুয়াখালী-২ স্থগিত, পটুয়াখালী-৩ স্থগিত, পটুয়াখালী-৪ এ বি এম মোশাররফ হোসেন, ভোলা-১ গোলাম নবী আলমগীর, ভোলা-২ মোহাম্মদ হাফিজ ইব্রাহিম, ভোলা-৩ মেজর (অব.) হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম, ভোলা-৪ মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, বরিশাল-১ জহিরউদ্দিন স্বপন, বরিশাল-২ সরদার শরফুদ্দিন আহমেদ সান্টু, বরিশাল-৩ পরে ঘোষণা করা হবে, বরিশাল-৪ মোহাম্মদ রাজিব হাসান, বরিশাল-৫ মোহাম্মদ মজিবর রহমান সরোয়ার, বরিশাল-৬ আবুল হোসেন খান, ঝালকাঠি-১ পরে ঘোষণা করা হবে, ঝালকাঠি-২ ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, পিরোজপুর-১ পরে ঘোষণা করা হবে, পিরোজপুর-২ আহমেদ সোহেল মনজুর, পিরোজপুর-৩ মোহাম্মদ রুহুল আমিন দুলাল।

ঢাকা বিভাগ

টাঙ্গাইল-১ ফকির মাহবুব আনাম স্বপন, টাঙ্গাইল-২ আবদুস সালাম পিন্টু, টাঙ্গাইল-৩ এস এম ওবায়দুল হক নাসির, টাঙ্গাইল-৪ মোহাম্মদ লুৎফর রহমান মতিন, টাঙ্গাইল-৫ পরে ঘোষণা করা হবে, টাঙ্গাইল-৬ রবিউল আউয়াল লাভলু, টাঙ্গাইল-৭ আবুল কালাম আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল-৮ আহমেদ আযম খান, জামালপুর-১ এম রশিদুজ্জামান মিল্লাত, জামালপুর-২ সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৩ মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর-৪ ফরিদুল কবির তালুকদার শামীম, জামালপুর-৫ শাহ্ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন, শেরপুর-১ সানসিলা জেবরিন, শেরপুর-২ মোহাম্মদ ফাহিম চৌধুরী, শেরপুর-৩ মাহমুদুল হক রুবেল, ময়মনসিংহ-১ সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ-২ মোতাহের হোসেন তালুকদার, ময়মনসিংহ-৩ এম ইকবাল হোসেন, ময়মনসিংহ-৪ স্থগিত, ময়মনসিংহ-৫ মোহাম্মদ জাকির হোসেন, ময়মনসিংহ-৬ মোহাম্মদ আক্তারুল আলম, ময়মনসিংহ-৭ ডা. মোহাম্মদ মাহবুবুর রহমান, ময়মনসিংহ-৮ লুৎফুল্লাহেল মাজেদ, ময়মনসিংহ-৯ ইয়াসের খান চৌধুরী, ময়মনসিংহ-১০ পরে ঘোষণা করা হবে, ময়মনসিংহ-১১ ফখরুদ্দিন আহমেদ, নেত্রকোনা-১ ব্যারিস্টার কায়সার কামাল, নেত্রকোনা-২ মোহাম্মদ আনোয়ারুল হক, নেত্রকোনা-৩ রফিকুল ইসলাম হেলালী, নেত্রকোনা-৪ মোহাম্মদ লুৎফুজ্জামান বাবর, নেত্রকোনা-৫ আবু তাহের তালুকদার, কিশোরগঞ্জ-১ পরে ঘোষণা করা হবে, কিশোরগঞ্জ-২ অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন, কিশোরগঞ্জ-৩ ডক্টর ওসমান ফারুক, কিশোরগঞ্জ-৪ মোহাম্মদ ফজলুর রহমান, কিশোরগঞ্জ-৫ পরে ঘোষণা করা হবে, কিশোরগঞ্জ-৬ মোহাম্মদ শরিফুল আলম, মানিকগঞ্জ-১ পরে ঘোষণা করা হবে, মানিকগঞ্জ-২ মঈনুল ইসলাম খান, মানিকগঞ্জ-৩ আফরোজা খান রিতা, মুন্সিগঞ্জ-১ শেখ মোহাম্মদ আবদুল্লাহ, মুন্সিগঞ্জ-২ মিজানুর রহমান সিনহা, মুন্সিগঞ্জ-৩ পরে ঘোষণা করা হবে।

ঢাকা-১ খন্দকার আবু আশফাক, ঢাকা-২ আমান উল্লাহ আমান, ঢাকা-৩ গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-৪ তানভীর আহমেদ রবিন, ঢাকা-৫ নবীউল্লাহ নবী, ঢাকা-৬ ইশরাক হোসেন, ঢাকা-৭ পরে ঘোষণা করা হবে, ঢাকা-৮ মির্জা আব্বাস, ঢাকা-৯ পরে ঘোষণা করা হবে, ঢাকা-১০ পরে ঘোষণা করা হবে, ঢাকা-১১ এম এ কাইয়ুম, ঢাকা-১২: সাইফুল আলম নীরব, ঢাকা-১৩ পরে ঘোষণা করা হবে, ঢাকা-১৪ সানজিদা ইসলাম তুলি, ঢাকা-১৫ শফিকুল ইসলাম খান, ঢাকা-১৬ আমিনুল হক, ঢাকা-১৭ পরে ঘোষণা করা হবে, ঢাকা-১৮ পরে ঘোষণা করা হবে, ঢাকা-১৯ ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, গাজীপুর-২ মনজুরুল করিম রনি, গাজীপুর-৩ অধ্যাপক ডাক্তার এ এস এম রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-৪ শাহ রিয়াজুল হান্নান, গাজীপুর-৫ ফজলুল হক মিলন, নরসিংদী-১ খায়রুল কবির খোকন, নরসিংদী-২ ডক্টর আবদুল মঈন খান, নরসিংদী-৩ পরে ঘোষণা করা হবে, নরসিংদী-৪ সরদার সাখাওয়াত হোসেন বকুল, নরসিংদী-৫ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফ উদ্দিন বকুল, নারায়ণগঞ্জ-১ মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-২ নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ মোহাম্মদ আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-৪ পরে ঘোষণা করা হবে, নারায়ণগঞ্জ-৫ মোহাম্মদ মাসুদুজ্জামান, রাজবাড়ী-১ আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, রাজবাড়ী-২ পরে ঘোষণা করা হবে, ফরিদপুর-১ পরে ঘোষণা করা হবে, ফরিদপুর-২ শামা ওবায়েদ ইসলাম, ফরিদপুর-৩ নায়াব ইউসুফ আহমেদ, ফরিদপুর-৪ শহিদুল ইসলাম বাবুল, গোপালগঞ্জ-১ মোহাম্মদ সেলিমুজ্জামান মোল্লা, গোপালগঞ্জ-২ ডা. কে এম বাবর আলী, গোপালগঞ্জ-৩ এস এম জিলানী, মাদারীপুর-১ কামাল জামাল মোল্লা, মাদারীপুর-২ পরে ঘোষণা করা হবে, মাদারীপুর-৩ আনিসুর রহমান তালুকদার খোকন, শরীয়তপুর-১ সৈয়দ আহমেদ আসলাম, শরীয়তপুর-২ শফিকুর রহমান কিরণ, শরীয়তপুর-৩ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু।

সিলেট বিভাগ

সুনামগঞ্জ-১ আনিসুল হক, সুনামগঞ্জ-২ পরে ঘোষণা করা হবে, সুনামগঞ্জ-৩ মো. কয়সর আহমেদ, সুনামগঞ্জ-৪ পরে ঘোষণা করা হবে, সুনামগঞ্জ-৫ কলিম উদ্দিন মিলন, সিলেট-১ খন্দকার আবদুল মুক্তাদির চৌধুরী, সিলেট-২ মোসাম্মৎ তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩ মোহাম্মদ আবদুল মালেক, সিলেট-৪ পরে ঘোষণা করা হবে, সিলেট-৫ পরে ঘোষণা করা হবে, সিলেট-৬ ইমরান আহমেদ চৌধুরী, মৌলভীবাজার-১ নাসিরউদ্দিন আহমেদ মিঠু, মৌলভীবাজার-২ শওকত হোসেন শকু, মৌলভীবাজার-৩ নাসের রহমান, মৌলভীবাজার-৪ মো. মজিবুর রহমান চৌধুরী, হবিগঞ্জ-১ পরে ঘোষণা করা হবে, হবিগঞ্জ-২ আবু মনসুর শাখাওয়াত হাসান জীবন, হবিগঞ্জ-৩ আলহাজ জি কে গউছ, হবিগঞ্জ-৪ এম এম ফয়সল।

চট্টগ্রাম বিভাগ

ব্রাহ্মণবাড়িয়া-১ এম এ হান্নান, ব্রাহ্মণবাড়িয়া-২ পরে ঘোষণা করা হবে, ব্রাহ্মণবাড়িয়া-৩ খালেদ হোসেন মাহবুব, ব্রাহ্মণবাড়িয়া-৪ মুশফিকুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া-৫ মোহাম্মদ আবদুল মান্নান, ব্রাহ্মণবাড়িয়া-৬ পরে ঘোষণা করা হবে, কুমিল্লা-১ ড. খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লা-২ পরে ঘোষণা করা হবে, কুমিল্লা-৩ কাজী শাহ্ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, কুমিল্লা-৪ মঞ্জুরুল আহসান মুন্সী, কুমিল্লা-৫ মোহাম্মদ জসিম উদ্দিন, কুমিল্লা-৬ মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৭ পরে ঘোষণা করা হবে, কুমিল্লা-৮ জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা-৯ মোহাম্মদ আবুল কালাম, কুমিল্লা-১০ মোহাম্মদ আবদুল গফুর ভূঁইয়া, কুমিল্লা-১১ মো. কামরুল হুদা, চাঁদপুর-১ আ ন ম এহছানুল হক মিলন, চাঁদপুর-২ মোহাম্মদ জালাল উদ্দিন, চাঁদপুর-৩ শেখ ফরিদ আহমেদ, চাঁদপুর-৪ হারুনুর রশীদ, চাঁদপুর-৫ মোহাম্মদ মোমিনুল হক, ফেনী-১ বেগম খালেদা জিয়া, ফেনী-২ জয়নাল আবেদীন, ফেনী-৩ আবদুল আউয়াল মিন্টু, নোয়াখালী-১ ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালী-২ জয়নুল আবদিন ফারুক, নোয়াখালী-৩ মোহাম্মদ বরকত উল্লা বুলু, নোয়াখালী-৪ মোহাম্মদ শাহজাহান, নোয়াখালী-৫ মোহাম্মদ ফখরুল ইসলাম, নোয়াখালী-৬ মাহবুবের রহমান শামীম, লক্ষ্মপুর-১ পরে জানানো হবে, লক্ষ্মীপুর-২ আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর-৩ শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, লক্ষ্মীপুর-৪ পরে জানানো হবে, চট্টগ্রাম-১ নুরুল আমিন চেয়ারম্যান, চট্টগ্রাম-২ সরোয়ার আলমগীর, চট্টগ্রাম-৩ পরে জানানো হবে, চট্টগ্রাম-৪ কাজী সালাউদ্দিন, চট্টগ্রাম-৫ মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম-৬ পরে জানানো হবে, চট্টগ্রাম-৭ হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম-৮ এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ স্থগিত, চট্টগ্রাম-১০ আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম-১১ স্থগিত, চট্টগ্রাম-১২ মো. এনামুল হক, চট্টগ্রাম-১৩ সরোয়ার জামাল নিজাম, চট্টগ্রাম-১৪ ও ১৫ পরে ঘোষণা করা হবে, চট্টগ্রাম-১৬ মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, কক্সবাজার-১ সালাউদ্দিন আহমদ, কক্সবাজার-২ পরে ঘোষণা করা হবে, কক্সবাজার-৩ লুৎফর রহমান কাজল, কক্সবাজার-৪ শাহজাহান চৌধুরী, খাগড়াছড়ি আবদুল ওয়াদুদ ভূঁইয়া, রাঙামাটি দীপেন দেওয়ান, বান্দরবান সাচিং প্রু।

তবে বর্ষীয়ান নেতা ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও নজরুল ইসলাম খানের পাশাপাশি সেলিমা রহমান প্রথম দফার তালিকায় নেই। এর মধ্যে পঞ্চগড়-১ আসনে জমিরউদ্দিন সরকারের ছেলে ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির প্রার্থী হচ্ছেন। অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন প্রথমবারের মতো নির্বাচন করতে যাচ্ছেন দিনাজপুর-৬ থেকে।

দলের ২১ জন ভাইস চেয়ারম্যানের মধ্যে প্রার্থী হচ্ছেন সাতজন। আলোচনায় থাকা ভাইস চেয়ারম্যানদের মধ্যে শামসুজ্জামান দুদু ও আসাদুজ্জামান রিপন বাদ পড়েছেন প্রার্থী তালিকা থেকে।

চেয়ারপারসনের ৮১ জন উপদেষ্টামণ্ডলীর সদস্যের মধ্যে দলের প্রার্থী তালিকায় রয়েছেন ২২ জন। আলোচিত কেন্দ্রীয় নেতাদের মধ্যে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের মনোনয়ন থেকে বাদ পড়েছেন। আর ছয়জন যুগ্ম মহাসচিবের মধ্যে তিনজন পেয়েছেন; প্রার্থী তালিকায় নেই হাবিব-উন-নবী খান সোহেল, অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ ও হুমায়ুন কবিরের নাম।


Editor & Publisher : Md. Motiur Rahman

Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81