30046

11/06/2025

রাজবাড়ীর পাংশায় পুলিশের ওপর হামলা, দুই পুলিশসহ আহত তিন

নেহাল আহমেদ, রাজবাড়ী | Published: 2025-11-06 15:54:16

রাজবাড়ীর পাংশায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্যসহ এক স্থানীয় ব্যক্তি আহত হয়েছেন।

গতকাল বুধবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পাট্টা বিলপাড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে আলম শেখ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

পুলিশ সূত্রে জানা যায়, পাংশা মডেল থানার এসআই (নিঃ) নজরুল ইসলাম, এসআই (নিঃ) ওবায়দুর রহমান, এএসআই (নিঃ) পরিতোষ মজুমদার, কনস্টেবল হুমায়ুন কবির ও আতোয়ার রহমানের নেতৃত্বে একটি দল চাঁদাবাজি ও হামলা মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযানে যান।

তারা পাট্টা বিলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা সবুজ (৩০), সজিব (২৫), সেন্টু (২৬) সহ ১০-১২ জন সন্ত্রাসী পুলিশকে লক্ষ্য করে গুলি, ককটেল জাতীয় বিস্ফোরক ও ইটপাটকেল নিক্ষেপ করে। এতে স্থানীয় আকুল (৫৫) নামের এক ব্যক্তি আহত হন।

হামলার সময় এসআই নজরুল ইসলাম ও কনস্টেবল আতোয়ার রহমান ইটের আঘাতে আহত হন। এ ছাড়া আসামি আলম শেখ এসআই নজরুল ইসলামকে কিল-ঘুষি মেরে আহত করে। পরে পুলিশ তাকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করে। তবে বাকি আসামিরা পালিয়ে যায়।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রয়েছে এবং পুলিশি টহল জোরদার করা হয়েছে।

পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন জানান, এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


Editor & Publisher : Md. Motiur Rahman

Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81