30216

11/19/2025

এনইআইআর বাস্তবায়নে ২০ হাজার ফোন ব্যবসায়ী পথে বসবে

শাহীন আবদুল বারী | Published: 2025-11-19 15:10:54

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্ট্রার (এনইআইআর) বাস্তবায়ন হলে ২০ হাজার ব্যবসায়ী পথে বসবে বলে উদ্বেগ প্রকাশ করেছে মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ীরা।

আজ বুধবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

আরও পড়ুন: ভারতীয় মাফিয়া সিন্ডিকেটের কবলে বাংলাদেশের টেলিকম সেক্টর

সংবাদ সম্মেলনে মোবাইল ব্যবসায়ী কমিউনিটির ভারপ্রাপ্ত সভাপতি শামীম মোল্লা জানান, ঢাকাসহ সারা বাংলাদেশে প্রায় ২০ হাজার হ্যান্ডসেট ব্যবসায়ী আছে। প্রায় ২০ লাখ মানুষ এই ব্যবসার সাথে সরাসরি জড়িত। এনইআইআর বাস্তবায়ন হলে সবাই বেকার হবে।

তিনি বলেন, আমরা যখন এই বিষয় নিয়ে সোচ্চার আছি, তখন আমাদের কমিউনিটির নেতা ‘সুমাশটেকের প্রধান নির্বাহী আবু সাঈদ পিয়াসকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গিয়েছে। পিয়াসের পরিবারের একজন সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

আবু সাঈদ পিয়াসের স্ত্রী সুমাইয়া চৌধুরী দাবি করেন, গতরাত ৩টার দিকে মিরপুর-১ এলাকার বাসা থেকে তার স্বামীকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। এসময় ডিবি সদস্যরা পিয়াসের মোবাইল ফোনটিও জব্দ করে বলে জানান সুমাইয়া।

আরও পড়ুন: একজন উপদেষ্টার ইশারায় আমাকে আটক করা হয়েছিল

এদিকে, মোবাইল ব্যবসায়ী কমিউনিটির ভারপ্রাপ্ত সভাপতি শামীম মোল্লা বলেন, সম্প্রতি এই বিষয়ে সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিককেও তারা বিনা ওয়ারেন্টে আটক করেছে। পরে তাকে ছেড়ে দেওয়া হলেও পিয়াসকে এখনও ছাড়া হয়নি। তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে। নইলে আন্দোলন শুরু করা হবে। এসময় তারা ‘দেশ অচল’ করে দেওয়ার হুমকিও দেন।

তিনি আরো বলেন, কিছু ব্যবসায়ীকে সুবিধা দেওয়ার জন্য সরকারের এক উপদেষ্টা এনইআইআর বাস্তবায়ন করছে। ব্যবসায়ীরা এটা রুখে দেবে। 

সংবাদ সম্মেলনে প্রায় দুই শতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

সম্প্রতি বিটিআরসি তাদের নীতিমালা NEIR (National Equipment Identity Register) প্রণয়নের ঘোষণা দিয়েছে, যা আগামী ১৬ ডিসেম্বর, ২০২৫ থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। ২৯ অক্টোবর, ২০২৫ তারিখে বিটিআরসি এমন ঘোষণাটি দিয়েছে। কিন্তু সেটি আগাম কোনো পরামর্শ বা বিস্তারিত সমাজস্বীকৃত সংলাপ ছাড়া নেয়া হয়েছে, এমনটাই দাবি করছেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা এবং বাজার পর্যবেক্ষকরা।

এই ঘোষণাটির মূল প্রতিশ্রুতি হলো, ১৬ ডিসেম্বর থেকে নতুন অ-নিবন্ধিত ডিভাইসগুলো জাতীয় নেটওয়ার্কে সংযোগ পাবে না।

সরকারি নিরাপত্তা ও রাজস্ব রক্ষার কথা বলে এই ধরণের ব্যবস্থা গ্রহণের যুক্তি থাকলেও, নীতিটি সংক্ষিপ্ত সময়ে একপক্ষীয়ভাবে বাস্তবায়িত হলে তার বাজারগত প্রভাব কী হবে, সেই নিয়ে অনেকে উদ্বিগ্ন।


Editor & Publisher : Md. Motiur Rahman

Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81