30244

11/22/2025

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ছিন্নমূল বৃদ্ধাদের দোয়া মাহফিল

শাহীন আবদুল বারী | Published: 2025-11-22 17:27:11

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ২১ নভেম্বর সকালে ছিন্নমূল, প্রতিবন্ধী ও অসহায়দের বৃদ্ধাশ্রম ‘আপন নিবাস’-এ ‘রক্তস্পন্দন’ সংগঠন কর্তৃক প্রেরিত ফল উৎসবে প্রবীণদের মাঝখানে যেন এক অন্যরকম আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

এসময় ছিন্নমূল প্রবীণরা ফল আহার করেন এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন।

বৃদ্ধাশ্রমের এই দোয়া মাহফিলের এক পর্যায়ে অনেক প্রবীণের চোখ ছলছল করে ওঠে— কেউ স্মরণ করেন শহীদ জিয়াউর রহমানের উন্নয়নধর্মী রাষ্ট্রচিন্তা, কেউ বলেন বেগম খালেদা জিয়া’র মানবিক ও দৃঢ় নেতৃত্বের কথা। দেশের প্রতি তাদের অবদান, সংগ্রাম আর ত্যাগের স্মৃতি যেন মুহূর্তেই পরিবেশকে আবেগময় করে তোলে।

উল্লেখ্য, গত ২০ নভেম্বর তারেক রহমানের ৬১তম জন্মদিনকে ঘিরে সামাজিক সংগঠন ‘রক্তস্পন্দন’ ছিন্নমূল মানুষ, শারীরিক ও মানসিক প্রতিবন্ধী, পথশিশু, অসহায় নারী ও প্রবীণদের সঙ্গে এক হৃদয়স্পর্শী মিলনমেলার আয়োজন করে ঢাকার দক্ষিণখানে ‘আপন নিবাস’-এর বৃদ্ধাশ্রমে। ফল উৎসবের পাশাপাশি প্রবীণদের শারীরিক চিকিৎসার বিষয়ে খোঁজ-খবর নেওয়া, তাদের সঙ্গে কথা বলা এবং মানবিক বন্ধনে একত্রিত হওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানটি হয়ে ওঠে এক অনন্য দৃষ্টান্ত।

এই মহৎ আয়োজনটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ‘রক্তস্পন্দন’-এর চীফ কো-অর্ডিনেটর ও ড্যাব যুগ্ম-মহাসচিব ডা. আ. ন. ম. মনোয়ারুল কাদির বিটু।

তিনি জানান, ‘এই উদ্যোগ মানবতার প্রকৃত উদাহরণ— সামাজিক দায়বদ্ধতার এমন প্রয়াস আমাদের সমাজকে আরও কোমল, আরও সহানুভূতিশীল করে তোলে।’

সমগ্র আয়োজনের নেতৃত্ব দেন— ‘রক্তস্পন্দন’-এর ডেপুটি কো-অর্ডিনেটর ও ইউনিভার্সেল মেডিকেল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ডা. এম. এ. তাইফুল হক।

উপস্থিত ছিলেন— ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিয়াজ আনোয়ার হোসেইন, ‘রক্তস্পন্দন’-এর সক্রিয় সদস্য ডা. এ. কে. এম. মোস্তাফিজুর রহমান ইসমামসহ আরও অনেকেই। তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানটি শুধু একটি ফল উৎসব নয়— মানবিকতার উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছিল।


Editor & Publisher : Md. Motiur Rahman

Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81