30724

12/31/2025

পাকিস্তানের স্পিকার ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

কূটনৈতিক প্রতিবেদক | Published: 2025-12-31 19:35:12

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা ও দাফনে যোগ দিতে ঢাকায় আসা বিভিন্ন দেশের প্রতিনিধিদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৩১ ডিসেম্বর) খালেদা জিয়ার জানাজা কর্মসূচির আগে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এদিন ঢাকায় পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তাদের হাত মিলিয়ে হাস্যোজ্জ্বলভাবে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়।

সৌজন্য বিনিময়ের সময় উভয় পক্ষই খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এরপর বিকেল ৩টায় সংসদ ভবনের মাঠ ও সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউসহ আশেপাশের পুরো এলাকাজুড়ে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক খালেদা জিয়ার জানাজা পড়ান। জানাজায় উপস্থিত ছিলেন তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, রাজনৈতিক দলগুলোর প্রধানরাসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এবং বিদেশি অতিথিরা।

শোকাবহ পরিবেশে বেগম খালেদা জিয়ার জানাজার পুরো আয়োজন পরিচালনা করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।


Editor & Publisher : Md. Motiur Rahman

Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81