30783

01/05/2026

নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনও চাপ নেই: পররাষ্ট্র উপদেষ্টা

S M Fatin Shadab | Published: 2026-01-03 17:09:38

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনও চাপ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেছেন, বাংলাদেশের সঙ্গে বহির্বিশ্বের সবার ভালো সম্পর্ক। তাই নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনও চাপ নেই।

শনিবার (৩ জানুয়ারি) মুন্সিগঞ্জে সরকারি দপ্তর প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।রামগতিতে নির্বাচনে অংশ নিচ্ছে আ.লীগ নেতা সোহেলরামগতিতে নির্বাচনে অংশ নিচ্ছে আ.লীগ নেতা সোহেল
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা নিজেরাই নির্বাচনের আয়োজন করছি। সময় সংক্ষিপ্ত, ১২ ফেব্রুয়ারি সরকার নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব দেবে। অন্যান্য দেশ বাংলাদেশের সঙ্গে কতটুকু ভালো সম্পর্ক রাখবে, সেটা তাদের বিষয়।

ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফেরত আনার বিষয়ে তিনি বলেন, বিচার নিয়ে তাড়াহুড়োর সুযোগ নেই। হাদি হত্যাকাণ্ডে জড়িতদের বাংলাদেশে ফেরত আনার চেষ্টা চলছে। জড়িতরা ভারতে থাকার তথ্য থাকলেও নির্দিষ্ট কোথায় আছে, সে তথ্য নেই। সেটি জানা গেলে ভারত সরকারকে তাদেরকে ধরার বিষয়ে বলা হতো বলেও জানান তিনি।

এর আগে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বেলা ১১ টার দিকে শহরের দক্ষিণ কোর্টগাঁও এলাকার জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। সকাল ১১টায় শহরের উত্তর ইসলামপুর এলাকার কবরস্থানে জুলাই আন্দোলনে শহীদ নুর মোহাম্মদ ডিপজল, সজল মোল্লা ও রিয়াজুল ফরাজীর কবর জিয়ারত করেন ও শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। এসময় কার সঙ্গে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী ও পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।

 


Editor & Publisher : Md. Motiur Rahman

Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81