31062

01/17/2026

সায়েন্সল্যাব মোড়ে ‘অধ্যাদেশ মঞ্চ’ স্থাপন করে সমাবেশের ঘোষণা ৭ কলেজের শিক্ষার্থীদের

S M Fatin Shadab | Published: 2026-01-17 15:33:04

রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়নের লক্ষ্যে চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে নতুন কর্মসূচি দিয়েছে। এআগামী সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে ‘অধ্যাদেশ মঞ্চ’ স্থাপন করে গণজমায়েতের ঘোষণা দিয়েছেন তারা।

শনিবার (১৭ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের প্রতিনিধি ও ঢাকা কলেজের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মো. নাঈম হাওলাদার।

এতে বলা হয়েছে, সাত কলেজের সমন্বয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের লক্ষ্যে প্রণীত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ এর খসড়া গত ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। খসড়াটি প্রকাশের পর তা নিয়ে বিভিন্ন মহলে পক্ষে-বিপক্ষে আলোচনা ও বিতর্ক সৃষ্টি হলে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারদের সঙ্গে একাধিক পরামর্শ সভা আয়োজন করে।

এসব সভায় প্রাপ্ত মতামতের ভিত্তিতে খসড়াটি হালনাগাদ করা হয়। সর্বশেষ গত ৭ ও ৮ ডিসেম্বর শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের টানা অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে শিক্ষার্থীদের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ডিসেম্বরের মধ্যেই আনুষঙ্গিক সব কার্যক্রম সম্পন্ন করে জানুয়ারির প্রথম দিকে অধ্যাদেশ জারি করার আশ্বাস দেওয়া হয়েছিল।

আরও বলা হয়েছে, এক দফা দাবিতে রাষ্ট্রপতির পক্ষ থেকে অবিলম্বে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির লক্ষ্যে আগামী সোমবার সকাল ১১টায় সায়েন্সল্যাব মোড়ে গণজমায়েত ও ‘অধ্যাদেশ মঞ্চ’ স্থাপন করা হবে। ওই মঞ্চ থেকেই আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান আন্দোলনের নেতারা।

এর আগে, গত ১৪ ও ১৫ জানুয়ারি অধ্যাদেশ জারির দাবিতে অর্ধ দিনব্যাপী রাজধানীর সায়েন্সল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড়ে অবরোধ কর্মসূচি পালন করেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে রাজধানীর রাস্তায় তীব্র যানজট ও জনভোগান্তির সৃষ্টি হয়।


Editor & Publisher : Md. Motiur Rahman

Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81