01/18/2026
S M Fatin Shadab | Published: 2026-01-18 14:15:38
বিশ্বের সবচেয়ে প্রভাবশালী সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর একটি— ফেসবুকে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সামাজিক যোগাযোগমাধ্যম বিশ্লেষণভিত্তিক আন্তর্জাতিক ওয়েবসাইট সোশ্যাল ব্লেডের প্রকাশিত শীর্ষ ১০০ ফেসবুক কনটেন্ট নির্মাতার তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। তালিকায় তার অবস্থান ৬৭ নম্বরে।
সোশ্যাল ব্লেডের এই তালিকা মূলত ফেসবুকে কোন ব্যক্তি বা পেজকে ঘিরে সবচেয়ে বেশি কনটেন্ট প্রকাশিত হচ্ছে—সেই পরিসংখ্যানের ভিত্তিতে তৈরি। অর্থাৎ এখানে কনটেন্ট নির্মাতা বলতে কেবল নিজে পোস্ট দেওয়া নয়, বরং সংশ্লিষ্ট ব্যক্তি বা পেজকে ঘিরে অন্য ব্যবহারকারীদের তৈরি বিপুল সংখ্যক পোস্ট, আলোচনা, শেয়ার ও প্রতিক্রিয়াকেও বিবেচনায় নেওয়া হয়। এই মানদণ্ডে তারেক রহমান বর্তমানে বিশ্বের শীর্ষ ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতা ও তারকাদের কাতারে উঠে এসেছেন।
সোশ্যাল ব্লেডের তথ্যমতে, তারেক রহমানের নাম উঠে এসেছে এমন এক তালিকায়, যেখানে সাধারণত আন্তর্জাতিক বিনোদন তারকা, বহুজাতিক ব্র্যান্ড এবং বিশ্বখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্বদের আধিপত্য দেখা যায়। এই তালিকায় তার অবস্থান এমন এক স্তরে, যেখানে অনেক দেশপ্রধান ও প্রভাবশালী বৈশ্বিক নেতাকেও পেছনে ফেলেছেন তিনি। বিশেষভাবে লক্ষ্য করা গেছে, ফেসবুকে তাকে নিয়ে কনটেন্ট প্রকাশের সংখ্যার বিচারে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন। ডোনাল্ড ট্রাম্প রয়েছেন ৭৬ নম্বরে।
বিশ্লেষকেরা বলছেন, এটি কেবল একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পরিসংখ্যান নয়; বরং এটি তারেক রহমানকে ঘিরে বৈশ্বিক আগ্রহ ও আলোচনা বৃদ্ধির একটি স্পষ্ট ইঙ্গিত। দীর্ঘদিন প্রবাসে অবস্থান করলেও বাংলাদেশের রাজনীতিতে তার ভূমিকা, বক্তব্য, রাজনৈতিক অবস্থান এবং সাম্প্রতিক ঘটনাপ্রবাহে তার নাম ঘিরে যে ধারাবাহিক আলোচনা চলছে—তারই প্রতিফলন দেখা যাচ্ছে ফেসবুকভিত্তিক এই বিশ্লেষণে।
সোশ্যাল ব্লেডের র্যাঙ্কিং ব্যবস্থায় কয়েকটি বিষয় বিশেষভাবে বিবেচনায় নেওয়া হয়। এর মধ্যে রয়েছে কোনো পেজ বা ব্যক্তিকে ঘিরে কত সংখ্যক পোস্ট হচ্ছে, সেসব পোস্টে কতজন প্রতিক্রিয়া জানাচ্ছেন, আলোচনা কতটা বিস্তৃত হচ্ছে এবং সাম্প্রতিক সময়ে সেই আলোচনার প্রবণতা বাড়ছে না কমছে। এই সবকটি সূচকে তারেক রহমানের অবস্থান বর্তমানে অত্যন্ত শক্তিশালী বলেই দেখা যাচ্ছে।
তথ্য অনুযায়ী, তার ফেসবুক পেজে অনুসারীর সংখ্যা সাড়ে ৫ মিলিয়নের ঘর ছাড়িয়েছে। এর পাশাপাশি ‘আলোচনায় আছে’ সূচকেও তাঁর পেজ দীর্ঘদিন ধরেই উচ্চ অবস্থানে রয়েছে। অর্থাৎ শুধু অনুসারীর সংখ্যা নয়, সক্রিয় অংশগ্রহণ এবং আলোচনার ক্ষেত্রেও তাঁর উপস্থিতি অত্যন্ত দৃশ্যমান। রাজনীতিবিদদের ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের সক্রিয়তা সাধারণত বিরল বলেই মনে করা হয়।
সোশ্যাল ব্লেড মূলত একটি স্বাধীন বিশ্লেষণ প্ল্যাটফর্ম, যা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের উন্মুক্ত তথ্য বিশ্লেষণ করে র্যাঙ্কিং ও পরিসংখ্যান প্রকাশ করে থাকে। এই প্ল্যাটফর্মের তথ্য বিশ্বব্যাপী গবেষক, সাংবাদিক এবং ডিজিটাল বিশ্লেষকেরা নিয়মিতভাবে ব্যবহার করেন। সে কারণে এই তালিকায় তারেক রহমানের অবস্থানকে নিছক সামাজিক যোগাযোগমাধ্যমের কৌতূহল হিসেবে দেখার সুযোগ নেই; বরং এটি রাজনৈতিক প্রভাব ও জনআগ্রহের একটি পরিমাপক হিসেবেই বিবেচিত হচ্ছে।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81