01/20/2026
নেহাল আহমেদ, রাজবাড়ী | Published: 2026-01-20 19:12:36
তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ব্যক্তি ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে থেকে জাতীয় স্বার্থে গণভোটে ‘হ্যাঁ’তে রায় দিতে হবে।
তিনি বলেন, ব্যক্তিগতভাবে সকলে কোন না কোন রাজনৈতিক দলের মতাদর্শে বিশ্বাসী। জাতীয় নির্বাচনে আপনারা কাকে ভোট দিবেন সেটা আপনাদের ইচ্ছা। আপনাদের এলাকার জন্য, দেশের জন্য ভালো এমন নেতা নির্বাচন করবেন। রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে থেকে গণভোটে ‘হ্যাঁ’তে ভোট দিতে হবে।
আজ মঙ্গলবার বিকাল ৪ টার দিকে শহিদ খুশি রেলওয়ে মাঠ থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে প্রচারণামূলক কার্যক্রম ‘হ্যা' ভোটের প্রচারনা উদ্বোধন করে র্যালি বের করে।
র্যালি শেষে ইয়াসিন উচ্চবিদ্যালয়ের মাঠে মতবিনিময় সভা ও উদ্ভুতকরণ সুধী সমাবেশে বক্তব্য রাখেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন শেষে সৈয়দা রিজওয়ানা হাসান।
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘আমরা এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই না, যেখানে দেশ ছেড়ে পালাতে হয়। আমরা এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই না, যেখানে জনগণের মুখোমুখি হয়ে উত্তর দেওয়ার সাহস থাকবে না, সদুত্তর দেওয়ার সাহস থাকবে না। কাজেই আমরা ব্যক্তি বিবেচনার ঊর্ধ্বে উঠে, দলীয় বিবেচনার ঊর্ধ্বে উঠে, দেশের স্বার্থে গণভোটকে “হ্যাঁ” বলব।’
রিজওয়ানা হাসান বলেন, ‘গণভোট হচ্ছে জাতীয় স্বার্থের প্রশ্ন, এখানে দলীয় বা ব্যক্তিগত স্বার্থ দেখলে চলবে না। জাতীয় স্বার্থে যদি আপনি “হ্যাঁ” বলেন, তাহলে দেশ কিন্তু জিতে যাবে। যদি দেশ জিতে যায়, আমরা সকলে জিতে যাব।
তিনি আরও বলেন, স্বাক্ষরিত জুলাই সনদ থেকে মোটাদাগে যেটা আমরা মনে করেছি—ক্ষমতার ভারসাম্য, জনগণের ক্ষমতা, সুশাসন নিশ্চিত করা, বিচারব্যবস্থাকে স্বাধীন করা ও নারীর অংশগ্রহণ বাড়ানোর ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে। সেগুলোর একটা প্রশ্নমালা করে গণভোটে দেওয়া হয়েছে। আমরা মনে করি যে “হ্যাঁ” ভোটে সিল দিলে সংস্কারগুলো যখন হবে, তখন দেশের জনগণ প্রকৃত অর্থে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করতে পারবে
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81