31315

01/27/2026

আইনশৃঙ্খলা বাহিনী কোনো পক্ষ নিলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: নুর

Shamiur Rahman | Published: 2026-01-27 16:06:48

ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী কোনো পক্ষ নিলে দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১১টায় গলাচিপা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নুর বলেন, প্রশাসনের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। মাঠের পরিস্থিতিতে তারা নিরপেক্ষ না থাকলে নির্বাচনের পরিবেশ নষ্ট হবে।

তিনি অভিযোগ করেন, তার নেতাকর্মীদের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটলেও পুলিশ ঘটনাস্থলে দেরিতে পৌঁছায়।

স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ তুলে নুরুল হক নুর বলেন, নির্বাচন বানচালের উদ্দেশ্যে দেশি-বিদেশি অপশক্তি ষড়যন্ত্র করছে এবং তার আসনে স্বতন্ত্র প্রার্থীকে ব্যবহার করা হচ্ছে।

পটুয়াখালী-৩ (দশমিনা–গলাচিপা) আসনে বিএনপি নুরুল হক নুরকে সমর্থন দিয়েছে। দলীয় প্রার্থী না থাকলেও বহিষ্কৃত নেতা হাসান মামুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘ঘোড়া’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।


Editor & Publisher : Md. Motiur Rahman

Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81