01/29/2026
S M Fatin Shadab | Published: 2026-01-29 16:34:35
‘১২ তারিখ ধানের শীষ বিজয়ী হলে ফেব্রুয়ারির ১৩ তারিখ থেকে শুরু হবে জনগণের দিন। কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হবে।’ বৃহস্পতিবার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় এ ঘোষণা দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর আগে দুপুরে হযরত শাহমখদুম (র.) মাজার জিয়ারত করেন তিনি। এরপর ওঠেন জনসভা মঞ্চে।
তিনি বলেন, গত কয়েক বছর আমরা নিশি-রাতের ভোট দেখেছি, আমি-ডামি দেখেছি। এখন আরও একটি মহল ষড়যন্ত্র করছে। জনগণকে ১২ তারিখ সজাগ থাকতে হবে। দেশে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে আইন অনুযায়ী বিচার করতে হবে। জনগণ সজাগ থাকলে ১৩ তারিখ হবে জনগণের দিন। ওইদিন থেকে শুরু হবে মানুষের জন্য কাজ।
পদ্মা ব্যারেজ নির্মাণ হবে
তারেক রহমান বলেন, রাজশাহীতে আইটি পার্ক আছে, কোনো কাজ হয় না। পদ্মা নদী আছে, পানি নাই। বিএনপি বিজয়ী হলে খাল খনন হবে, পদ্মা নদী খনন হবে। পদ্মা ব্যারেজ নির্মাণ হবে। এতে দেশের উৎপাদন বাড়বে। কৃষকের ভাগ্যের উন্নতি হবে।
জনসভায় বিএনপি চেয়ারম্যান বলেন, এখানে আম বাগান আছে, হিমাগার নেই। আমরা হিমাগার করতে চাই। আইটি পার্ক সচল করে কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। ভোকেশনাল ইনস্টিটিউট করে সবাইকে দক্ষ করতে চাই যেন বিদেশে গিয়ে কর্ম করতে পারে।
তিনি বলেন, দলমত নির্বিশেষে প্রতিটি মায়ের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। এতে প্রতিটি পরিবার কিছু সহযোগিতা পাবে।
বিদেশে চিকিৎসার জন্য গেলে দেশের অর্থ বিদেশে চলে যায় উল্লেখ করে তারেক রহমান বলেন, বিশেষায়িত হাসপাতাল করতে চাই, যেন দেশেই উন্নত চিকিৎসা হয়।
তারেক রহমান দলীয় প্রার্থীদের হাতে ধানের শীষ তুলে দিয়ে বলেন, ১২ তারিখ পর্যন্ত আপনারা এদের দেখে রাখবেন। ১৩ তারিখ থেকে ইনারা আপনাদের দেখে রাখবেন।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81