31394

01/31/2026

সিরাজগঞ্জে বিএনপির জনসভায় মানুষের ঢল, মঞ্চে তারেক রহমান

S M Fatin Shadab | Published: 2026-01-31 16:50:28

সিরাজগঞ্জে বিএনপির নির্বাচনী জনসভায় নেতাকর্মী, সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নেমেছে। সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়ায় বিসিক শিল্প পার্কে আয়োজিত জনসভায় আজ শনিবার দুপুর সাড়ে ৩টার দিকে উপস্থিত হিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

এর আগে তারেক রহমান বগুড়ায় একটি মতবিনিময় সভায় অংশ নেন। পরে সেখান থেকে তিনি সিরাজগঞ্জের উদ্দেশে রওনা হন। তবে নির্ধারিত সময়ের আগেই জনসভা স্থলে সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলা ছাড়াও আশপাশের জেলা থেকে হাজারো মানুষ এসে উপস্থিত হয়। ক্রমেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশস্থল।

এর আগে দুপুর ১২টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী মঞ্চ ও আশপাশের পুরো এলাকা তল্লাশি করে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে। তারেক রহমানের আগমন ঘিরে পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

এ ছাড়া সিরাজগঞ্জ জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে পুলিশ, র‍্যাব, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে।


Editor & Publisher : Md. Motiur Rahman

Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81