12113

05/09/2025

চারদিকে শুধু লাশ আর লাশ,মৃত্যুর মিছিল ৪ লাখ ১৮ হাজার ছাড়াল

সিয়াম হক | Published: 2020-06-11 16:05:21

মহামারি কোভিড-১৯ এর ভয়াবহতা কিছুতেই কমছে না।বিশ্বের একপ্রান্তে সংক্রমণ কিছুটা কমে এলেও অন্য প্রান্তে বাড়ছে।আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে।চারদিকে শুধু লাশ আর লাশ। মৃত্যুর মিছিলে এরইমধ্যে যোগ দিয়েছেন ৪ লাখ ১৮ হাজার ৮৮৯ জন।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্তের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার এ তথ্য জানিয়েছে।ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে বৃহস্পতিবার সকাল ৯ টা পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ৭৪ লাখ ৫১ হাজার ৯৫৭ জন। তাদের মধ্যে বর্তমানে ৩২ লাখ ৪৫ হাজার ৮৫৪ জন চিকিৎসাধীন।তাদের মধ্যে ৫৩ হাজার ৮১১ জনের (২ শতাংশ) অবস্থা আশঙ্কাজনক।এছাড়া আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ৩৭ লাখ ৩৩ হাজার ৪০১ জন সুস্থ হয়ে উঠেছেন।আক্রান্তদের মধ্যে শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে ২০ লাখ ৬৬ হাজার ৪০১ জন সংক্রমিত হয়েছে। মারা গেছেন ১ লাখ ১৫ হাজার ১৩০ জন। আক্রান্তের দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে ৭ লাখ ৭৫ হাজার ১৮৪ জন আক্রান্ত। আর মারা গেছেন ৩৯ হাজার ৮৯৭ জন।গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।এদিকে করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আ আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এক হাজার ১২ জনের মৃত্যু হলো। এ ছাড়া দেশে নতুন করে আরো তিন হাজার ১৯০ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ৭৪ হাজার ৮৬৫ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

Editor & Publisher : Md. Motiur Rahman

Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81