03/18/2025
অনলাইন ডেস্ক | Published: 2021-09-19 17:18:24
এনসিসি ব্যাংক বৃহস্পতিবার (০৯/০৯/২০২১) বাংলাদেশ ব্যাংকের সাথে অটোমেটেড চালান সিস্টেম (এসিএস) সেবা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির ফলে যে কোন ব্যক্তি, প্রতিষ্ঠান এবং গ্রাহকবৃন্দ এনসিসি ব্যাংকের সকল শাখা ও উপশাখায় আয়কর, ভ্যাট, পাসপোর্ট ফি এবং অন্যান্য সরকারী ট্রেজারী/ ফি অটোমেটেড চালান সিস্টেম (এসিএস) এর মাধ্যমে সরাসরি সরকারী কোষাগারে জমা করতে পারবেন।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল এর উপস্থিতিতে এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদ এবং বাংলাদেশ ব্যাংকের একাউন্টস এন্ড বাজেটিং ডির্পাটমেন্ট এর মহাব্যবস্থাপক মোঃ ফোরকান হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নূরুন নাহার, এনসিসি ব্যাংকের এসইভিপি ও চীফ ফিন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ মিজানুর রহমান এফসিএ, এসইভিপি ও হেড অব অপারেশন্স সৈয়দ তোফায়েল আলী, এসইভিপি ও সিআইও মোহাম্মদ আনিসুর রহমান এবং ইভিপি ও হেড অব মাকেটিং ও ব্রাঞ্চেস আবদুল্লাহ্ আল-কাফী মজুমদার সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81