03/18/2025
বিশেষ প্রতিনিধি | Published: 2021-09-21 20:54:55
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় প্রতারকদের দৌরাত্ম বেড়ে গেছে।তারা প্রতারনার নতুন কৌশল বেছে নিচ্ছে।
সোমবার ২০ই সেপ্টেম্বর সন্ধ্যায় ০১৫৬৮৭৭১১৬৮ থেকে একটা ফোন আসে রাজবাড়ী মা টেলিফোনের মালিক হাসানের কাছে।প্রতারক নিজেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিচিত দিয়ে বলে আপনার দোকানা ভিভো মডেলের ( নিদিষ্ট একটা নাম) সেট আছে আমি বানিয়াবহ তারেকের দোকানে খবর নিয়ে জেনেছি।আপনি যদি কিছুটা ফোন দিয়ে যান উপকার হয়। আমি টাকা রেখে দিয়েছি।উর্ধতন কর্মকর্তার পরিচয়ে হাসান তার দোকানের কর্মচারিকে দুটো নিদিষ্ট মডেলের ফোন সেট দিয়ে পাঠান। ফোন সেট দুটোর দাম প্রায় ৫০ হাজার টাকা। কর্মচারী যাওয়ার পর পথের মাঝখান থেকে তাকে একটা সাদা রঙ্গের মাইক্রোবাসে করে বালিয়াকান্দি উপজেলা কমপ্লেক্সের মধ্যে নিয়ে যায়।তারপর তাকে একটা বেন্ঞিতে বসতে দিয়ে বলে স্যারের কাছ থেকে টাকা এনে দিচ্ছি। এই বলে তারা উপরে চলে যায়। অনেক সময় চলে যাওয়ার পর তাকে না আসতে দেখে কর্মচারী মালিক কে ফোন দেয়। ততক্ষনে তারা কৌশলে সটকে পরে। উপজেলা কমপ্লেক্সের সি সি ক্যামেরা থাকলে উদ্ধতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তাৎক্ষনিক ভাবে অফিসের ষ্টাফরা ভিডিও দেখাতে পারেন নি। এ ব্যাপারে বালিয়াকান্দি থানায় একটা অভিযোগ করা হয়েছে।বালিয়াকান্দি থানার কর্মরত কর্মকর্তা গঠনার ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন। কিছুদিন আগেও বালিয়াকান্দির বিকাশ প্রতারক চক্রের একটা সংঘবদ্ধ দল ধরা পরে। এ বিষয়ে বালিয়াকান্দি উপজেলা কর্মকর্তার সাথে কথা বললে তিনি জানান,প্রশাসনের নাম ব্যবহার করে প্রতারণা করা কে নিন্দা জানান এবং সংশিষ্ট কর্তৃপক্ষ কে কঠোর ভাবে দমন করার ইচ্ছা ব্যক্ত করেন।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81