03/20/2025
নিজস্ব প্রতিবেদক | Published: 2024-01-09 14:40:34
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সকল এমপি আগামীকাল শপথ গ্রহণ করবেন।
আগামীকাল (১০ জানুয়ারি) সকাল ১০ টায় জাতীয় সংসদ ভবনে এ শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করবেন জাতীয় সংসদের স্পিকার।নতুন সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান জাতীয় সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত হবে।
বর্তমান সংসদের চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এর আগে আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করবে।
সংবিধানের বিধান অনুযায়ী, গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করতে হবে। শপথগ্রহণের পরই তিনি কার্যভার গ্রহণ করেছেন বলেও গণ্য হবেন।
এমপিদের শপথের আগে নতুন সংসদ সদস্য হিসেবে প্রথমে শিরীন শারমিন নিজেই শপথ নেবেন। এরপর তিনি অন্যদের শপথ পাঠ করাবেন।
ইতোমধ্যে শপথগ্রহণের সব আয়োজন সম্পন্ন করা হয়েছে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।
ভোট শেষে ঘোষিত ফলাফলে ২৯৮টি আসনের মধ্যে সর্বোচ্চ সংখ্যাক ২২৫টি আসন পায় আওয়ামী লীগ। এছাড়া জাতীয় পার্টি ১১টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) একটি, বাংলাদেশ কল্যাণ পার্টি একটি, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি একটি এবং ৬২টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করে।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81