03/20/2025
নিজস্ব প্রতিবেদক | Published: 2024-01-11 23:33:56
প্রধানমন্ত্রীর উপদেষ্টার পদ থেকে অব্যহতি দেওয়া হয়েছে সালমান এফ রহমান ও মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিককে।
বৃহস্পতিবার এই দুজনকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। নতুন সরকারের শপথ নেওয়ার পরপরই এ প্রজ্ঞাপনের খবর এলো।
সালমান এফ রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিলেন। তারেক সিদ্দিক ছিলেন নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা।
গত সাধারণ নির্বাচনের তফসিল ঘোষণার পর বিধি অনুযায়ী টেকনোক্র্যাট মন্ত্রীদের পাশাপাশি অধিকাংশ উপদেষ্টা পদত্যাগ করলেও সালমান এফ রহমান ও মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক তাদের দায়িত্বে বহাল ছিলেন।
তবে নতুন মন্ত্রিসভা গঠনের সঙ্গে সঙ্গে গত সরকারের সব পদে অধিষ্ঠিতদের দায়িত্ব আপনা আপনি বিলুপ্ত হওয়ায় এই দুই পদধারীকে তাদের দায়িত্ব থেকে অপসারণ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
নিয়ম অনুসারে নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর মন্ত্রিপরিষদ পুনর্গঠন করেছেন শেখ হাসিনা। টানা চতুর্থবার প্রধানমন্ত্রী হওয়াসহ পঞ্চমবার এ পদে আসীন হলেন শেখ হাসিনা। সরকারের প্রয়োজনে তিনি মন্ত্রিসভার আকার আরও বর্ধিত বা সংকুচিত করার ক্ষমতা রাখেন। একই সঙ্গে প্রয়োজন মনে করলে রাখতে পারবেন অতীতের মতোই এক বা একাধিক উপদেষ্টা।
দেশের সংবিধানে প্রধানমন্ত্রী কতজন উপদেষ্টা রাখতে পারবেন তার কোনো সংখ্যা নির্ধারণ করা নেই। তবে অতীতে এ সংখ্যা বরাবরই ১০-এর নিচে রেখেছেন শেখ হাসিনা। এবারও মন্ত্রিপরিষদ নির্ধারণ শেষে তিনি বেছে নিতে পারেন উপদেষ্টামণ্ডলীও।
প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের অন্যতম তার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনিও অন্য উপদেষ্টাদের সঙ্গে এবার পদত্যাগ করেছেন। তবে দেশে তথ্যপ্রযুক্তি বিকাশে বিশেষ অবদান আছে তার। ধারণা করা হচ্ছে, এবারও প্রধানমন্ত্রী তাকে তার তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দিতে পারেন।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81