03/19/2025
বিশেষ প্রতিবেদক: | Published: 2024-03-14 13:33:21
সিন্ডিকেট দুর্নীতি, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এর অনুসঙ্গঁ হয়ে দাঁড়িয়েছে। শক্তিশালী একটি সিন্ডিকেট ও ঠিকাদারী গ্রুপ কেনাকাটাকে কেন্দ্র করে পুরো অধিদপ্তরকে দীর্ঘদিন যাবৎ নিয়ন্ত্রণ করছে। সরকারী মজুুতে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী মুখে খাওয়ার পিল সংকট দেখা দিলে পরিবার পরিকল্পনা অধিদপ্তর জরুরী ভিত্তিতে কেনার উদ্যোগ নেয়। ৫টি লটে ২৪২ কোটি টাকার মুখে খাওয়ার পিল কেনার জন্য টেন্ডার আহ্বান করলে ৭টি ঠিকাদারী প্রতিষ্ঠান উম্মুক্ত দরপত্রে অংশগ্রহণ করে। যথা সময়ে ৩টি ঠিকাদারী প্রতিষ্ঠান দরপত্রে অংশগ্রহণ করে এবং টেন্ডার জমা দেয়। দরপত্র উম্মুক্ত কমিটির সভাপতি দরদাতা প্রতিষ্ঠানের ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি ও সভায় উপস্থিত দরপত্র উন্মুক্তকরণ কমিটির সকল সদস্যগনের সম্মুখে দরদাতার দাখিলকৃত দর ও দাপ্তরিক প্রাম্বলিত মূল্য পাঠ করা হয়।টেন্ডার কমিটি তড়িঘড়ি করে দরপত্র যাচাই বাছাই করে। দাখিলকৃত সমস্ত কাগজপত্র পর্যালোচনা করে দেখা যায় যে ৫টি লটের মধ্যে ৩টি লট এর দরপত্রে ৩টি ঠিকাদারী প্রতিষ্ঠান এর দরদাতা ছিলো নিম্নরূপ:-
ক্রঃ নং: | দরদাতা প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা | লট নং |
দরপত্র জামানতের পরিমান (টাকা) | উদ্ধৃত ইউনিট মূল্য (টাকা) | উদ্ধৃত মোট মূল্য (টাকা) |
১ |
রেনেটা লিঃ প্লট নং-১, মিল্ক ভিটা রোড |
১ | ১,০০,০০,০০০,০০ | ৪৯.৭৫ | ৪৪,৭৭,৫০,০০০,০০ (চুয়াল্লিশ কোটি সাতাত্তর লক্ষ পঞ্চাশ হাজার) |
২ | ১,০০,০০,০০০,০০ | ৪৯.৭৫ | ৪৪,৭৭,৫০,০০০,০০ (চুয়াল্লিশ কোটি সাতাত্তর লক্ষ পঞ্চাশ হাজার) |
||
৩ | ১,০০,০০,০০০,০০ | ৪৯.৭৫ | ৪৪,৭৭,৫০,০০০,০০ (চুয়াল্লিশ কোটি সাতাত্তর লক্ষ পঞ্চাশ হাজার) |
||
ক্রঃ নং: | দরদাতা প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা | লট নং |
দরপত্র জামানতের পরিমান (টাকা) | উদ্ধৃত ইউনিট মূল্য (টাকা) | উদ্ধৃত মোট মূল্য (টাকা) |
২ |
টেকনো ড্রাগস লিমিটেড ৩১, সেগুনবাগিচা |
১ | ১,০০,০০,০০০,০০ | ৪৬.৮৫ | ৪২,১৬,৫০,০০০.০০ (বিয়াল্লিশ কোটি ষোল লক্ষ পঞ্চাশ হাজার) |
|
২ | ১,০০,০০,০০০,০০ | ৪৬.৮৫ | ৪২,১৬,৫০,০০০.০০ (বিয়াল্লিশ কোটি ষোল লক্ষ পঞ্চাশ হাজার) | |
|
৩ | ১,০০,০০,০০০,০০ | ৪৬.৮৫ | ৪২,১৬,৫০,০০০.০০ (বিয়াল্লিশ কোটি ষোল লক্ষ পঞ্চাশ হাজার) | |
৩ |
পপুলার ফার্মাসিউটিক্যালস লিঃ শেলটেক, পান্থকুঞ্জ, ১৭, শুক্রাবাদ ঢাকা-১২০৭, বাংলাদেশ। |
৪ | ১,০০,০০,০০০,০০ | ৪৯.৭৫ | ৪৪,৭৭,৫০,০০০,০০ (চুয়াল্লিশ কোটি সাতাত্তর লক্ষ পঞ্চাশ হাজার) |
|
৫ | ১,০০,০০,০০০,০০ | ৪৯.৭৫ | ৪৪,৭৭,৫০,০০০,০০ (চুয়াল্লিশ কোটি সাতাত্তর লক্ষ পঞ্চাশ হাজার) |
লট নং | আইটেম এর বিবরণ | প্রতি সাইকেল এর মূল্য (টাকা) | ক্রয়তব্য পরিমান (সাইকেল) | মোট দাপ্তরিক প্রাক্কলিত মূল্য (টাকা) |
১ | Oral Pill (COP) (3rd Generation ) | ৫০.৫০ | ৯.৬ মিলিয়ন | ৪৮, ৪৮,০০,০০০.০০ |
২ | Oral Pill (COP) (3rd Generation ) | ৫০.৫০ | ৯.৬ মিলিয়ন | ৪৮, ৪৮,০০,০০০.০০ |
৩ | Oral Pill (COP) (3rd Generation ) | ৫০.৫০ | ৯.৬ মিলিয়ন | ৪৮, ৪৮,০০,০০০.০০ |
৪ | Oral Pill (COP) (3rd Generation ) | ৫০.৫০ | ৯.৬ মিলিয়ন | ৪৮, ৪৮,০০,০০০.০০ |
৫ | Oral Pill (COP) (3rd Generation ) | ৫০.৫০ | ৯.৬ মিলিয়ন | ৪৮, ৪৮,০০,০০০.০০ |
কিন্তু সবকিছু ঠিকঠাক থাকলেও বিপত্তি ঘটে কাজ পাইয়ে দেওয়ার ক্ষেত্রে। একাধিক সূত্র দ্য ফিন্যান্স টুডের অনুসন্ধানী টিমকে নিশ্চত করছে যে কাঙ্খিত কর্তৃপক্ষের পছন্দের ঠিকাদারী প্রতিষ্ঠান সর্বনিম্ন দরদাতা না হওয়ার কারনে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপকরণ ও সরবরাহ ইউনিটের পরিচালক ও দরপত্র উম্মক্ত করন কমিটির সভাপতি জাকিয়া আক্তার ১৩/০৩/২০২৪ইং তারিখে পুরো টেন্ডার প্রক্রিয়াকে বাতিল করে দেন। উক্ত দরপত্রে দেখা যায় দেশের সুনামধন্য ঔষধ ও জন্ম নিয়ন্ত্রণ ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেকনো ড্রাগস লি: সর্বনিম্ন দরদাতা।
সরকারের ওয়েব সাইট (সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট পোর্টাল) এ দেখা যায় ৩৮ টি উপজেলায় মুখে খাওয়ার বড়ি নেই। তারপরে সরকার যখন জরুরী ভিত্তিতে দেশের জন্ম নিয়ন্ত্রন এর গুরুত্বপূর্ণ খাতে পিল কেনার উদ্যোগ নেয় এবং সে অনুযায়ী টেন্ডার আহ্বান করে। দেশের স্বনামধন্য জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ও ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান টেকনো ড্রাগস লি:, রেনেটা ও পপুলার ফার্মাসিউটিক্যালস লি: দরপত্রে অংশগ্রহণ করে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রতি ইউনিট মুখে খাবার বড়ি ৫০ দশমিক ৫০ টাকার মধ্যে কেনার উদ্যোগ নেয়। সে হিসেবে ৪ কোটি ৮০ লাখ সাইকেল পিল কেনার ব্যয় ধরা হয়েছে ২৪২ কোটি ৪০ লাখ টাকা। দরপত্রে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো অধিদপ্তরের বেঁধে দেওয়া মূল্যের মধ্যেই দরপত্রে অংশগ্রহণ করে তাহলে কিসের ভিত্তিতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপকরণ ও সরবরাহ ইউনিটের পরিচালক দরপত্র বাতিল করলো?
“দ্য ফিন্যান্স টুডের” অনুসন্ধানে দীর্ঘদিন যাবৎ ধারাবাহিকভাবে কেনাকাটা ও টেন্ডার এর দুর্নীতি পরায়ন কর্মকর্তা ও ঠিকাদার সিন্ডিকেট এর বিরুদ্ধে তথ্য প্রমাণ সহ ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করে আসছে।স্মারক নং - ৫৯.১১.০০০০.৩০২.০৭.৪০.২০২৩-১৩১১ তারিখ -১৩/০৩/২০২৪ এর টেন্ডার বাতিল এর আদেশ দ্য ফিন্যান্স টুডের ধারাবাহিক প্রতিবেদনের সত্যতাকে আরও মজবুত করেছে। শুধু তাই নয় বিগত ৫ বছরের কেনাকাটার তথ্য পর্যালোচনা করলেও থলের বিড়াল বেড়িয়ে আসবে । নির্দিষ্ট একটি শক্তিশালী সিন্ডিকেট পুরো অধিদপ্তরের সমস্ত টেন্ডার ও কেনাকাটাকে নিয়ন্ত্রণ করে আসছে।
অনেক সিনিয়র কর্মকর্তাদের ডিঙ্গিঁয়ে মন্ত্রণালয় বর্তমান উপকরণ ও সরবরাহ ইউনিটের পরিচালক জাকিয়া আক্তারকে পদায়ন করার পর দেশব্যাপী ব্যাপক সমালোচনার জন্ম নিয়েছে।জাকিয়া আক্তার পরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহন করার পর সর্বপ্রথম কেনাকাটাতেই টেন্ডার বাতিল করে বিতর্কের জন্ম দিয়েছে। বিভিন্ন সূত্র বলছে সিন্ডিকেট ও পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার জন্যই টেন্ডার বাতিল করা হয়েছে।এ ব্যাপারে বক্তব্যের জন্য জাকিয়া আক্তারের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি মোবাইল ধরেননি ।
মাননীয় প্রধানমন্ত্রী তার বর্তমান মেয়াদে দায়িত্ব গ্রহণ করার ১ম কর্ম দিবসেই দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা: সামন্ত লাল সেন একজন সজ্জন ব্যক্তি। তিনি কোনোভাবেই দুর্নীতিবাজ ও সিন্ডিকেটের নিকট মাথা নত করেন না। শুধু তাই নয় একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ডা: রোকেয়া সুলতানা অত্যন্ত সুনামের সাথে তার কর্মজীবনে দক্ষতার পরিচয় দিয়েছে। তার সাথে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আজিজুর রহমান ঘুনে ধরা পরিবার পরিকল্পনা অধিদপ্তরকে ঢেলে সাজাচ্ছে। টেন্ডার সিন্ডিকেট ও দুর্নীতি পরায়ন কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে দেশের স্বাস্থ্যখাত, স্বাস্থ্য শিক্ষা, নার্সিং ও পরিবার কল্যাণ বিভাগকে কলুষমুক্ত করাই এখন প্রধান চ্যালেঞ্জ।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81