24626

05/16/2025

হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ও হাসপাতাল এর ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী

মো: হুমায়ূন কবির, সিনিয়র রিপোর্টার :  | Published: 2024-05-06 15:48:08

আজ সকাল ৭টা ৩০ মিনিটে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য মন্ত্রী ডা: সামন্ত লাল সেন কলেজ ক্যাম্পাসে উপস্থিত হলে কলেজের পিন্সিপাল ও হাসপাতালের পরিচালক সহ অন্যান্য কর্মকর্তাগন তাকে অভিনন্দন জানান।এ সময়ে স্বাধীনতার মোড়ক (বঙ্গবন্ধু তর্জনী) উম্মোচন করা সহ হাসপাতালের কয়েকটি গুরুত্বপূর্ন ওয়ার্ড পরিদর্শন করেন ।এর পরে পুরাতন এবং বর্তমান মেডিকেল কলেজের শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় করেন। এছাড়াও হাসপাতাল এবং কলেজ ক্যাম্পাসে সার্বিক উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন। শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল (পুরাতন নাম: বেগম খালেদা জিয়া মেডিকেল কলেজ) বাংলাদেশের রাজধানী ঢাকার শের-ই-বাংলা নগরে অবস্থিত সরকারি মালিকানাধীন তৃতীয় পর্যায়ের হাসপাতাল। দেশব্যাপী চিকিৎসা জ্ঞান ছড়িয়ে দেয়া ও দক্ষ ডাক্তার গড়ে তোলার জন্য ১৯৬৩ সালে এটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এর শয্যা সংখ্যা ৮৭৫ টি এবং এতে ৫০০জন শিক্ষার্থী ও ২০১০ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছে।
ইতিহাস
শহীদ সোহ্‌রাওয়ার্দী হাসপাতালের নির্মাণ পরিকল্পনা করেছেন স্থপতি লুই আই কান। শুরুতে হাসপাতাল হিসেবে চিকিৎসা সেবা প্রদান করলেও দীর্ঘদিনের দাবির সুবাদে সেপ্টেম্বর ৫, ২০০৫ সালে বাংলাদেশ সরকার শহীদ সোহ্‌রাওয়ার্দী হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরের সিদ্ধান্ত গ্রহণ করে এবং মে ৬, ২০০৬ সালে ১০০জন শিক্ষার্থী ভর্তি করানোর মাধ্যমে বেগম খালেদা জিয়া মেডিকেল কলেজ হিসেবে এর শিক্ষা কার্যক্রম শুরু হয়।[২] পরবর্তিতে জুলাই ১, ২০০৯ সালে মেডিকেল কলেজের নাম শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ-এ পরিবর্তন করা হয়েছে।
লোকবল
মেডিকেল কলেজ হাসপাতালে ৫০০ জন শিক্ষার্থী এবং ২০০০ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছে।


Editor & Publisher : Md. Motiur Rahman

Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81