03/14/2025
নিজস্ব প্রতিবেদক | Published: 2024-10-18 14:58:05
আজ মানবাধিকার সংস্থা হিউম্যানিস্ট সোসাইটির আয়োজনে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে যুদ্ধ মুক্ত পৃথিবী গড়ার আহবানে বিশেষ সেমিনার, বর্ণাঢ্য র্যালি ও গণস্বাক্ষরতা গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোসাইটির সভাপতি মোহাম্মদ সেলিম রেজা সহ মানবতাবাদী নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও শিক্ষার্থীগণ এতে অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ মোহাম্মদ আবুল লতিফ প্রতিনিধি দলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
উল্লেখ্য, মানবিক নিরস্ত্রীকরন এবং অবিলম্বে বিশ্বব্যাপী চলমান সকল প্রকার যুদ্ধ বন্ধে বিশ্ব সম্প্রদায়কে জবাবদিহিতার আওতায় আনার জোর দাবী জানিয়েছে ‘অহিংস আন্দোলন’ এবং ‘যুদ্ধমুক্ত পৃথিবী’ নিয়ে কাজ করা আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যানিষ্ট মুভমেন্ট।
ইতোমধ্যে, বিশ্বের ৯৩টি দেশ এই বিশ্ব সম্মেলনের প্রস্তাবনায় অনুস্বাক্ষর করেছে এবং ৭০টি দেশ এতে অনুমোদন দিয়েছে।
গত ২ অক্টোবর, ২০২৪ ইং আন্তর্জাতিক অহিংস দিবসে ৩য় বিশ্ব সম্মিলনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এদিন কোষ্টারিকা রাজধানী সান হোসে থেকে শান্তি ও অহিংস বার্তা নিয়ে হিউম্যানিষ্ট স্বেচ্ছাসেবীরা একটানা ৯৫ দিনের বিশ্ব পরিভ্রমনে ৬টি মহাদেশ সফরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন।
বিশ্ব পরিভ্রমন শেষে আগামী ৫ জানুয়ারী, ২০২৫ইং কোস্টারিকায় গিয়ে সান হোসে ডিক্লারেশন এর মাধ্যমে শান্তি ও অহিংসার লক্ষ্যে ৩য় বিশ্ব সম্মিলনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষনা করা হবে।
বিশ্ব ভ্রমন দলটি প্রথমে দক্ষিণ আমেরিকা সফর শেষে সরাসরি এশিয়া মহাদেশ প্রবেশ করবে। এশিয়া সফরের শুরুতে আজ ১৭ অক্টোবর ৪ দিনের সফরে সংগঠনটির প্রতিনিধি অস্ট্রেলিয়ার নাগরিক ডিক্লেয়ার বাংলাদেশে আসেন।
বিশ্ব ভ্রমন টীমে অন্যান্যের মধ্যে শান্তি ও অহিংসার লক্ষ্যে ৩য় বিশ্ব সম্মিলনের ওয়ার্ল্ড কো-অর্ডিনেটর এবং শান্তিতে নোবেল বিজয়ীদের বিশ্ব শীর্ষ সম্মেলনের সেক্রেটারী মিঃ রাফায়েল ডি রুবিয়া সহ প্রতিনিধি দল আগামীকাল বিশেষ র্যালি ও সেমিনারে উপস্থিত থাকবেন।
বাংলাদেশ সফরে বিশ্ব ভ্রমন টীমের সদস্যরা বাংলাদেশ চ্যাপ্টারের সংগঠন হিউম্যানিস্ট সোসাইটির বিভিন্ন কর্মসূচীতে অংশ গ্রহনের পাশাপাশি অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস-এর সাথে সাক্ষাত করে আনুষ্ঠানিকভাবে শান্তি ও অহিসার লক্ষ্যে ৩য় বিশ্ব সম্মেলনে বাংলাদেশের অকুন্ঠ সমর্থন আদায়ের দাবি জানানো হবে।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81