03/13/2025
অনলাইন ডেস্ক: | Published: 2024-10-22 16:47:15
নির্বাচন ব্যবস্থার সংস্কারের বিষয়ে আগামী ১৫ নভেম্বরের মধ্যে জনসাধারণের মতামত জানানোর আহ্বান করেছে ‘নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন’। মঙ্গলবার (২২ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কমিশন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘‘অন্তর্বর্তীকালীন সরকার গত ৩ অক্টোবর ‘নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন’ গঠন করেছে। এই কমিশন জাতীয় ও স্থানীয় নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ অনুষ্ঠানের লক্ষ্যে সবার মূল্যবান পরামর্শ, মতামত ও প্রস্তাবনা জানতে আগ্রহী।’’
‘এরই প্রেক্ষিতে নির্বাচনি ব্যবস্থার সংস্কারের বিষয়ে আপনার বা আপনাদের অভিজ্ঞতালব্ধ ও সুনির্দিষ্ট মতামত নিচের ই-মেইল অথবা ওয়েবসাইট অথবা কমিশনের ফেসবুক পেজে আগামী ১৫ নভেম্বরের মধ্যে পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।’
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81