03/13/2025
শাহীন আবদুল বারী | Published: 2024-12-25 16:52:01
নোয়াখালী জেলার সেনবাগ উপজেলাধীন ৭নং মোহাম্মদপুর ইউনিয়নস্থ মতিমিয়ার হাট টি-১০ ক্রিকেট লীগ গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল নেতা হাসান মঞ্জুর।
২৩ ডিসেম্বর সোমবার বিকাল ৪টায় সেনবাগ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের মতিমিয়ার হাট বাজার সংলগ্ন মাঠে টি-১০ ক্রিকেট লীগ গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত ক্রিকেট অনুষ্ঠানে সর্বস্তরের মানুষ খেলা উপভোগ করেন। বিশেষ করে শিশুদের আনন্দোচ্ছ্বাস ছিলো দেখার মতো। নারী-পুরুষ সহ উচ্ছ্বসিত জনতায় মাঠের চারিদিকে কানায় কানায় ভরে যায়। দীর্ঘদিন পরে মিলন মেলায় পরিণত হয় ক্রিকেট মাঠ। অনুষ্ঠানে চাকরিজীবী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বহু দূর দূরান্ত থেকে তরুণদের এই ক্রিকেট খেলা দেখার জন্য আসেন। শত শত ক্রিকেট ভক্তদের ভিড়ে উৎসবে পরিণত হয় গোটা সেনবাগ। এ উপলক্ষে আত্নীয় স্বজনদের অতিথিয়তাও বেড়ে যায়। ঘরে ঘরে আনন্দ এবং মজাদার খাবারও তৈরি করা হয়।
মোহাম্মদ হাবিবের সঞ্চালনায় সাহেসুল করিম মারুফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্হ সেনবাগ পেশাজীবি পরিষদের সভাপসতি, সাবেক ছাত্রদল নেতা হাছান মঞ্জুর।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একরামুল করিম সোহাগ। এছাড়া উপস্থিত ছিলেন রাজনীতিদ, সমাজ সেবক ও শিক্ষা অনুরাগী মোঃ ওমার ফারুক। রাজনীতিবিদ ও সমাজসেবক মোঃ শাহজাহান মিলন। সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন টিপু। দলিল লেখক ও সমাজসেবক আবু নাসের (বি এ)। রাজনীতিবিদ ও সমাজসেবক বেলাল হোসেন। অটবি ফার্নিচার (সেনবাগ বাজার) গোলাম মাওলা। সাবেক ছাত্রনেতা মনির আহমেদ জুলেট। ৭নং ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম চৌধুরী। ৭নং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো: শাহাবুদ্দিন। ৭নং ইউনিয়ন পরিষদ ইউপি সদস্য শাহাদাত হোসেন রাজু সহ প্রমুখ নেতৃবৃন্দ।
আনন্দগণ পরিবেশে এই ক্রিকেট উৎসবে সাদমান স্পোটিং ক্লাব এবং নব তরুণী স্পোর্টিং ক্লাব এর মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। নান্দনিক ব্যাটসম্যান মাইনে ও মাকছুদের ব্যাটে ভর করে ১৭২ রানের টার্গেট দেয় স্পোটিং ক্লাবকে। জবাবে রায়হান ও মামুনের দুর্দান্ত ব্যাটিংয়ে নব তরুণী স্পোর্টিং ক্লাব জয়লাভ করেন।
অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদেরকে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এরপর দুই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী চ্যাম্পিয়নকে ১৫০ ডলার এবং রানার্স আপ ১০০ ডলার পুরস্কার হিসেবে প্রদান করা হয়।
প্রধান অতিথি হাসান মঞ্জুর বলেন, সেনবাগের যুব সমাজ যাতে মাদকে আসক্ত না হয় সেজন্যই খেলার বিকল্প কিছু নেই। ভবিষ্যতে এই এলাকা থেকে আমাদের সচেষ্টায় ক্রিকেটার তৈরি করা হবে। যারা এক সময় জাতীয় ক্রিকেট টিমেও খেলার সুযোগ পাবে। এলাকার মানুষের কাছে হাসান মঞ্জুর এক জনপ্রিয় মানুষ। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সেনবাগের যে কোন জায়গায় ক্রিকেট খেলা, ফুটবল খেলা হোক আমি আর্থিক সহ সব ধরনের সহযোগিতা করি। এমন কি ধর্মীয় মাহফিল গুলোতেও সহযোগিতা করে থাকি। শুধু তাই নয়, গরীব, অসহায় ও দুস্থদের মাঝেও অনুদান বা দান করা দায়িত্ব মনে করে পাশে থাকি। তিনি আরও বলেন, মাদক, জুয়ার দিকে যাতে করে যুব সমাজ ঝুকে না পড়ে এবং যারা মাদকে জড়িয়ে পড়েছে তাদেরকে মাদক থেকে বের করে আনতেই ক্রিকেট খেলার এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমার লক্ষ্য হচ্ছে, একটি যুবকও যেন মাদকে আসক্ত না হয়। ভবিষ্যতে ক্রিকেট খেলা সহ বিভিন্ন উৎসবের আয়োজন করা হবে বলে জানান ৯০ এর স্বৈরাচার বিরোধী সাবেক ছাত্রদল নেতা হাসান মঞ্জুর।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81