28710

07/01/2025

কৃষি ও কৃষক সম্মাননা প্রদান ২০২৫ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | Published: 2025-07-01 11:28:50

অতি সম্পতি ২২ জুন ২০২৫ ইং তারিখে ঢাকাস্থ ফার্মগেটের KIB মিলনায়তনে টেকসই কৃষি ও কৃষক সম্মাননা প্রদান ২০২৫ অনুষ্ঠিত হয়। সারাদেশ থেকে ১৫০ জন কৃষককে এ সম্মাননা প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বেচ্ছাসেবক বিষয়ক সহ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল । সভাপতিত্ব করেন ‘লুমিনাস গ্রুপ’র ব্যবস্থাপনা পরিচালক রাকিব হোসেন। মাটি বাঁচান দেশ বাঁচান ও কৃষি বাঁচান এ স্লোগানকে  সামনে রেখে কৃষকদের মাঝে এ সম্মাননা প্রদান করেন কৃষিক্ষেত্রে অসামান্য অবদান রাখা প্রতিষ্ঠান ‘লুমিনাস গ্রুপ’। ‘লুমিনাস গ্রুপ’ মাটির উর্বরতা বৃদ্ধি ও স্বল্প খরচে অধিক ফসল উৎপাদনকে সামনে রেখে সার ও কৃষি পণ্য উৎপাদন করে যাচ্ছে। কৃষি ও কৃষক একে অপরের পরিপূরক। দেশের কৃষকের মাঝে আধুনিক কৃষি ব্যবস্থা ও তার প্রয়োগের উপর জোর দিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে ‘লুমিনাস গ্রুপ’ । এ গ্রুপের মেধাবী ও চৌকস ব্যবস্থাপনা পরিচালক রাকিব হোসেন মনে করেন দেশ ও কৃষিকে বাঁচাতে হলে মানসম্মত কৃষি পণ্য ও প্রশিক্ষণের কোন বিকল্প নেই । দেশের জমির পরিমান সীমিত অথচ দেশের জনসংখ্যা প্রায় ১৮কোটি। স্বল্প জমিতে অধিক ফসল উৎপাদনের কোন বিকল্প নেই। এক্ষেত্রে ‘লুমিনাস গ্রুপের’ এ আয়োজন দেশের কৃষি ও কৃষকের প্রতি আমার পজেটিভ দৃষ্টিভঙ্গির বহি:প্রকাশ। এখন কৃষককে তার কাজের স্বীকৃতি প্রদানের মাধ্যমেই কৃষির প্রতি তাদের অধিক আগ্রহের জন্ম দিবে। প্রতিটি পেশার মানুষই তার কাজের মূল্যায়ন চায়।
কৃষি আমাদের অর্থনীতির মূল ভিত্তি। বিগত করোনা মহামারির কারণে প্রমাণ মিলেছে বাংলাদেশের কৃষকরা দেশের জন্য কতটুকু অবদান রেখে চলছে। দেশ যখন লকডাউন এ তখন কৃষক জীবনবাজি রেখে তাদের উৎপাদিত ফসল দিয়ে দেশের ১৮ কোটি মানুষের মুখে খাবার তুলে দিয়েছে। রাকিব হোসেন আরও বলেন অদূর ভবিষ্যতে আমরা আরও বড় পরিসরে বাংলার কৃষককে আমরা তাদের কাজের স্বীকৃতি ও ‘লুমিনাস গ্রুপের’ পণ্যের উপর আলোকপাত করবো যেন দেশের উৎপাদিত ‘লুমিনাস গ্রুপের’ কৃষি পণ্য সম্পর্কে সম্যক ধারণা পেতে পারে।


Editor & Publisher : Md. Motiur Rahman

Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81