29324

08/28/2025

কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী প্রসূতি সেবার নাজেহাল অবস্থা

পাপন চৌধুরী | Published: 2025-08-27 17:59:57

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা। যশোর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ তিন জেলার মধ্যবর্তী একটি উপজেলা কোটচাঁদপুর। জেলা শহর অনেক দুরবর্তী হওয়ায় নিকটস্থ চিকিৎসা সেবা নিতে ভীড় জমান কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এমন জনবহুল একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই ডেলিভারি রোগীদের জরুরি অস্ত্রোপচারের কোনো ব্যবস্থা। এর ফলে এলাকার সাধারণ মানুষ, বিশেষ করে হতদরিদ্র পরিবারগুলো মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন। জরুরী চিকিৎসা সেবা নিতে হারাচ্ছেন সহায়সম্বল। জরুরী অবস্থায় রোগীদের নিয়ে যাওয়া যাচ্ছে না দুরবর্তী কোন চিকিৎসা কেন্দ্রে। নিরুপায় হয়ে স্হানীয় হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে গেলেই গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা।

জরুরী বিভাগের চিকিৎসক রঞ্জু জানান, ডাঃ ফারহানা ছিলেন তখন সিজার করা হতো এখন তিনি চলে যাওয়ার পর আর কোন ডাক্তার আসেনি। যার ফলে জরুরী অবস্থায় সিজারের রোগীর কোন সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। শুধু নরমাল ডেলিভারি গুলোর সেবা দেওয়া হচ্ছে।

স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিক ডেলিভারি সেবা দেওয়া হলেও জরুরি সিজারিয়ান অপারেশনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে সেবা ব্যহত হচ্ছে। ফলে রোগীর অবস্থা জটিল হয়ে পড়লে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতাল বা যশোরে পাঠাতে হচ্ছে।

অনেক সময় এ কারণে মা ও নবজাতকের জীবন ঝুঁকির মুখে পড়ে। গরীব রোগীদের জন্য দূরের হাসপাতালে যাওয়া ব্যয়বহুল এবং কষ্টসাধ্য হয়ে যায়।

এলাকাবাসী বলছেন— “গরীবের মাথায় হাত! উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই যদি জরুরি অস্ত্রোপচারের ব্যবস্থা থাকতো, তাহলে প্রাণহানি অনেকাংশে কমতো।”

এবিষয়ে ঝিনাইদহ সিভিল সার্জনের নিকট জানতে চাইলে তিনি জানান দীর্ঘদিন ধরে সিজারের কোন ডাক্তার নেই। জরুরী অবস্থায় আপনাদের করনীয় কি? জানতে চাইলে তিনি জানান। বাহিরে সিজার করা ছাড়া আমাদের কোন ব্যবস্হা নেই। আমরা চাহিদা জানিয়ে দিয়েছি যদি উপর মহল থেকে এখানে ডাক্তার দেয় তাহলে সিজারের ব্যবস্হা হবে।


Editor & Publisher : Md. Motiur Rahman

Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81