30127

11/14/2025

সনদ-গণভোট নিয়ে সরকারের সিদ্ধান্ত হতে পারে আজ

বিশেষ প্রতিবেদক | Published: 2025-11-13 10:58:24

জ্ঞঘঅন্তর্বর্তী সরকারের ‘বেঁধে’ দেওয়া সময়ের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি ও বহুল আলোচিত গণভোট নিয়ে সমঝোতায় পৌঁছতে পারেনি রাজনৈতিক দলগুলো। এমন প্রেক্ষাপটে সরকারই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে।

আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা ও তার উপদেষ্টা পরিষদের সদস্যরা।

এই বৈঠকের আলোচ্যসূচিতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়টি রাখা হয়েছে বলে জানা গেছে। রাজনৈতিক ‘অচলাবস্থা’ বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত নিতে পারে সরকার। বৈঠকের পর এই ইস্যুতে সরকারের অবস্থান সম্পর্কে ধারণা মিলতে পারে বলে প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে।

বিএনপি সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজনের দাবি জানাচ্ছে, তবে জামায়াত এর আগেই গণভোট চায়। অন্যদিকে এনসিপির দাবি, মতভিন্নতা প্রকাশ করে বিএনপির দেওয়া নোট অব ডিসেন্ট ছাড়াই ঐকমত্য কমিশনের সব সুপারিশ বাস্তবায়ন।

এমন প্রেক্ষাপটে সব পক্ষকে সন্তুষ্ট করে সবার কাছে গ্রহণযোগ্য সিদ্ধান্ত আসতে যাচ্ছে বলে গণমাধ্যমকে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দায়িত্বশীল একটি সূত্র। তা হলো বিএনপির দাবি অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের দিনই হবে গণভোট, জামায়াতের চাওয়া অনুযায়ী পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে গঠন হবে সংসদের উচ্চকক্ষ। অন্যদিকে এনসিপির শর্ত মেনে নোট অব ডিসেন্ট ছাড়াই জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি হবে।

এর আগে গত ৩ নভেম্বর অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভা থেকে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ ও গণভোট নিয়ে রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি ও জামায়াতকে সমঝোতার আহ্বান জানিয়েছিল সরকার। এজন্য এক সপ্তাহ সময়ও দেওয়া হয়। কিন্তু সমঝোতায় পৌঁছতে পারেনি দলগুলো।

সেদিন আইন উপদেষ্টা আসিফ নজরুল প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে বলেছিলেন, গণভোট কখন হবে, গণভোটের বিষয়বস্তু কী হবে, জুলাই সনদে বর্ণিত ভিন্নমতগুলোর প্রসঙ্গে কি পদক্ষেপ নেওয়া হবে, তা নিয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাবগুলোর আলোকে জরুরি ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন বলে মনে করে উপদেষ্টা পরিষদ।

এক্ষেত্রে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে নিজস্ব উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে, সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিকনির্দেশনা দেওয়ার আহ্বান জানানো হয়। দলগুলো একমত হতে না পারলে সরকার নিজের মতো করে সিদ্ধান্ত নেবে বলেও জানিয়েছিলেন আইন উপদেষ্টা।

এমন প্রেক্ষাপটে গত মঙ্গলবার আইন উপদেষ্টা আসিফ নজরুল এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের জানান, জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, তা পরবর্তী তিন-চার দিনের মধ্যে পরিষ্কারভাবে জানা যাবে।

এদিকে, গতকাল বুধবার জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং ওই আদেশের ওপর গণভোট আয়োজন করাসহ পাঁচ দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের হুঁশিয়ারি দিয়েছে জামায়াতে ইসলামীসহ আন্দোলনরত ৮টি দল।

তাদের হুঁশিয়ারির পর অন্তর্বর্তী সরকারও এই বিষয়ে বেশ চিন্তিত। বিএনপি-জামায়াত ও এনসিপিকে খুশি করতে সরকার দৃশ্যত টানাপোড়েনে রয়েছে। এমন পরিস্থিতিতে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ এবং নির্বাচনের আগে নাকি নির্বাচনের দিনই গণভোট আয়োজন করা হবে, তা নিয়ে দ্বন্দ্বে পড়েছে সরকার।

তবে আজ উপদেষ্টা পরিষদের বৈঠকের পর বিষয়টি নিয়ে সরকারের অবস্থান সম্পর্কে মোটামুটি ধারণা মিলবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


Editor & Publisher : Md. Motiur Rahman

Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81