11/14/2025
সামিউর রহমান লিপু | Published: 2025-11-13 13:15:24
শেখ হাসিনার মানবতাবিরোধী মামলার রায় ঘোষনাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিতে উত্তপ্ত হয়ে উঠেছে সারা দেশ। ঢাকা ও এর আশেপাশের বিভিন্ন জেলায় গতকাল রাত থেকে অদ্যাবধি ব্যাপক নাশকতার ঘটনা ঘটছে।
সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী, দেশের বিভিন্ন স্থানে বাস, ট্রাক, ট্রেন, সিএনজি, রেললাইনসহ গুরুত্বপূর্ণ সরকারী স্থাপনা ও গ্রামীন ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ করার পাশাপাশি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ও টায়ার জ্বালিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। এছাড়া পুলিশ ভ্যানে হামলা, ভাঙচুর ও হাতবোমা নিক্ষেপ করেছে বিক্ষোভকারীরা।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়ক ও বরিশাল মহাসড়কের একাধিক স্থানে অবরোধ করা হয়েছে।
বৃহস্পতিবার ভোর থেকেই সুয়াদি, পুখুরিয়া ও পুলিয়া এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাল, তলোয়ার শরকি, রামদা, কাটরা, টেটাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এসময় তারা বিভিন্ন স্লোগান দেন।
ভাঙ্গায় তিনটি স্থানে সড়ক অবরোধ করে রেখেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ে ও ফরিদপুর-বরিশাল মহাসড়কে সব প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
'ঢাকা লকডাউন' কর্মসূচিকে কেন্দ্র করে শরীয়তপুর-ঢাকা রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সকাল ছয়টা থেকে ৯টা পর্যন্ত পদ্মা সেতুর সামনের ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ করে রাখে আন্দোলনকারীরা।
শরীয়তপুরের জাজিরার নাওডোবা এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকেরা এই অবরোধ করেছেন। পদ্মা সেতু ভাঙ্গা ৩১ কিলোমিটার এক্সপ্রেসওয়ের অন্তত ৫টি স্থানে গাছের গুড়ি ফেলে অবরোধ করে আন্দোলনকারীরা। এসময় পুলিশ ভ্যানে হামলা, ভাঙচুর করে ও হাতবোমা নিক্ষেপ করে বিক্ষোভকারীরা।
সকাল ৭টার দিকে তস্তারকান্দি এলাকায় দুটি যাত্রীবাহী বাস ভাঙচুর করা হয় এবং একটি ট্রাকে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
এসময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ও টায়ার জ্বালিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়। এছাড়াও সড়কে বিচ্ছিন্নভাবে মিছিল করেছে বিক্ষোভকারীরা। এই ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ।
'লকডাউন'কে কেন্দ্র করে গোপালগঞ্জের গণপূর্ত অফিসে কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে অফিসে থাকা একটি গাড়িতে আগুন ধরে যায়।
আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে শহরের মডেল স্কুল রোডে এই ঘটনা ঘটে।
গণপূর্ত অফিস কর্তৃপক্ষ জানায়, ভোরে অজ্ঞাত কয়েকজন অফিস চত্বরে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে একটি গাড়িতে আগুন লেগে যায়। কর্মচারীরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত আগুন নেভান। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গণপূর্ত অফিসের নিরাপত্তা প্রহরী আব্দুর রহিম বলেন, "ভোরে কে বা কারা পেট্রোল বোমা ছোড়ে। এতে একটি গাড়িতে আগুন ধরে যায়। পরে আমরা টের পেয়ে আগুন নিভিয়ে ফেলি।"
বুধবার গভীর রাতে গোপালগঞ্জের সদর উপজেলার গ্রামীণ ব্যাংক উলপুর শাখার ভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
পুলিশ জানায়, গভীর রাতে কালো রঙের একটি মাইক্রোবাস থেকে দুর্বৃত্তরা ৫-৬টি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এর মধ্যে ১টি বোমা বিস্ফোরিত হয়। তবে গ্রামীণ ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এদিকে রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দুর্বৃত্তরা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
এদিকে, 'লকডাউন'কে কেন্দ্র করে জেলার সর্বত্র থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জেলাজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
যশোর শহরের উপশহর পার্কসংলগ্ন এলাকায় পার্কিং করে রাখা ‘রাহিন স্পেশাল’ নামের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছে পাশে থাকা বস্তিবাসী।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনে বাসের সিট ও বিভিন্ন যন্ত্রাংশ পুড়ে গেছে, তবে ইঞ্জিন অক্ষত রয়েছে।
স্থানীয়রা জানান, ফজরের নামাজের পর হঠাৎ বাসের ভেতরে আগুন দেখতে পান তারা। কাছে গিয়ে দেখা যায়, ভেতরে কেউ নেই, তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। সঙ্গে সঙ্গে পাশের বস্তিবাসীরা ছুটে এসে একত্রে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয়দের দাবি, পার্কিং করা বাসের পাশে উপশহর বস্তি হওয়ায় আগুনটি যদি বস্তিতে ছড়িয়ে পড়তো তবে মুহূর্তেই অসংখ্য ঘর ভস্মীভূত হতো। তাদের দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
এই বিষয়ে যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, ড্রাইভারের সিটের পাশের জানালা ভেঙে ভেতরে আগুন দেওয়া হয়েছে। ঘটনাস্থলে নিয়মিত থাকা নাইটগার্ডটি তখন পাশের একটি দোকানে চা খেতে গিয়েছিলেন। অন্যদিকে সুপারভাইজারও তখন বাসায় যাওয়ার পথে ছিলেন।
তিনি আরও বলেন, এই ঘটনাটি নিয়ে তদন্ত চলছে এবং দুর্বৃত্তদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।
ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) রাত পৌনে দুইটার দিকে সদর উপজেলার দুবলা (আখাউড়া-চিনাইর সড়কের পাশে) এলাকায় এই ঘটনা ঘটে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বৃহস্পতিবারের (১৩ নভেম্বর) ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে সারাদেশে বিভিন্ন যানবাহন ও স্থাপনায় অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের ঘটনার মধ্যেই রেললাইনে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটল।
দুর্বৃত্তদের দেওয়া ওই আগুনে কিছু সময়ের জন্য ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। চট্টগ্রামগামী তূর্ণা নিশিতা পাঘাচং ও একই পথের বিজয় এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আটকা পড়ে। তবে আধাঘন্টা ব্যাবধানে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, দুর্বৃত্তরা রেলাইনের উপর প্লাস্টিকের পাইপে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে রাত সোয়া তিনটার দিকে পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে ছুটে যাই। আমরা ঘটনাস্থলে পৌঁছার আগেই পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত ১২টার দিকে বাসাইলের বাঐখোলা এলাকায় বাংলা স্টার পরিবহনের বাসে আগুন দেওয়া হয়।
একই স্থানে বৃহস্পতিবার সকালেও দুর্বৃত্তরা টায়ারে আগুন জ্বালিয়ে দিয়েছিলো। এছাড়াও একই সময়ে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পৌলি এলাকায় টায়ারে আগুন দিয়েছিল দুর্বৃত্তরা। পরে পুলিশ গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
গোড়াই হাইওয়ে থানার ওসি মো. সারোয়ার হোসেন বলেন, বাঐখোলা এলাকায় দুর্ঘটনার কারণে কয়েক কিলোমিটার এলাকায় যানজট ছিলো। এর মধ্যে পাবনাগামী বাংলা স্টার পরিবহনের একটি বাসে আগুন লাগে।
তিনি আরও বলেন, পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। বাসের চালক ও হেলপার জানিয়েছে, যাত্রীবাহী বাসের পেছনে শব্দ হয়। পরে বাসে আগুন লাগলে যাত্রী ও চালক হেলপার নেমে যায়। এটি পেট্রোল বোমা কিনা তা এখনও নিশ্চিত নই।
রাজধানীর পল্লবীর সাগুপ্তা সড়কে পার্কিং করা একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১২টা ১০ মিনিটে ওই বাসে অগ্নিসংযোগের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ছুটে যেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এই ঘটনার কয়েক ঘণ্টা আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ধোলাইপাড়ে একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। সেখানেও ফায়ার সার্ভিস দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তবে দুটি ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দিয়েছে। রাতের নীরব সময়ে হঠাৎ আগুন দেখে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।
মুন্সীগঞ্জের গজারিয়ায় থেমে থাকা একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ট্রাকে থাকা কাগজজাত মালামাল পুড়ে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গজারিয়া উপজেলার আনারপুরা বাসস্ট্যান্ড-সংলগ্ন আকিজ পেপার মিলের সামনে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে জুট বোঝাই একটি ট্রাকে আগুন দেখতে পান তারা। ট্রাকে কাগজের তৈরি কার্টনজাত মাল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রাথমিকভাবে নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস এসে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ফিরোজ মিয়া বলেন, "রাত ৩টা ৪০ মিনিটে খবর পাই। ঘটনাস্থলে গিয়ে ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে পারি, তবে পুরোপুরি নেভাতে ৪৫ মিনিটের মতো সময় লাগে। কাগজ তৈরির জন্য আনা পুরোনো কার্টনজাত মাল ছিল ট্রাকটিতে। প্রায় দুই লাখ টাকার মাল পুড়েছে, তবে প্রায় ১৪ লাখ টাকার মালামাল আমরা উদ্ধার করতে পেরেছি।"
তিনি আরও জানান, "ঘটনার সময় ট্রাকচালক ও সহকারী ভেতরে ঘুমিয়ে ছিলেন, আগুন দেখে লাফিয়ে নেমে যান। আমাদের ধারণা, বাইরে থেকে কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আগুন দিয়েছে।"
গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শওকত হোসেন বলেন, "কেউ ইচ্ছাকৃতভাবে আগুন দিয়েছে কি না, তা নিশ্চিত করে বলা কঠিন। তবে ঘটনাটি ঘটেছে। এরপর থেকে মহাসড়কের গজারিয়া অংশে পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে।"
রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে ট্রেনের একটি পরিত্যক্ত বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। প্রথমে রেল লাইনে আগুনের কথা শোনা গেলেও পরবর্তীতে জানা যায় যে একটি পরিত্যক্ত বগিতে আগুন লাগানো হয়েছে। বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন জানান, তেজগাঁওয়ে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসময় ওই বগির দুটি সিট পুড়ে যায়। এসময় হাতেনাতে দুইজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন মোরশেদ (৪০) ও জাকির (২৫)। এই বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান রেলওয়ে থানার ওসি।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে সিএনজিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টায় সিদ্ধিরগঞ্জের ৯নং ওয়ার্ডের যুব উন্নয়ন অধিদপ্তরের অফিসের সামনে এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, চাষাঢ়া থেকে যাত্রীবেশে দুজন যাত্রী ১২০ টাকায় সাইনবোর্ডে যাওয়ার উদ্দেশ্যে একটা সিএনজি ভাড়া করেন। এসময় সিএনজিটি জালকুড়ি এলাকায় পৌঁছালে আরেকজন সিএনজিতে উঠবে বলে তারা সিএনজি চালককে থামতে বলে। এসময় তারা সিএনজিতে আগুন ধরিয়েই একটি বাইকে করে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে চালক সিএনজি থেকে বেরিয়ে গেলে তিনি দগ্ধ হওয়া থেকে বেঁচে যান।
এই বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, আনুমানিক ৩০-৩৫ বছর বয়সী দুজন যুবক এই ঘটনা ঘটিয়েছে। আমরা তাদের আটক করতে কাজ করছি। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা আওয়ামী লীগ কিংবা এর অঙ্গ ও সহযোগী কোন সংগঠনের কর্মী সমর্থক।
তিনি আরও বলেন, সিএনজির আগুন তাৎক্ষণিকভাবে নিভিয়ে ফেলায় বড় ধরণের কোনো দুর্ঘটনা ঘটেনি। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ রয়েছে। চালকের ভাষ্যমতে আমরা জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
গত কয়েকদিন ধরেই রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও পরিবহন আগুন দেওয়ার ঘটনা বেড়ে গেছে। এতে রাজধানীবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
চলমান পরিস্থিতি মোকাবিলায় পুলিশ ও ফায়ার সার্ভিস সতর্ক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81