12/31/2025
নিজস্ব প্রতিবেদক | Published: 2025-12-30 19:58:24
*এলজিইডির ক্রিলিক আয়োজিত জেন্ডার এন্ড ক্লাইমেট চেইঞ্জ বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত*
২৮-৩০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত এলজিইডি সদর দফতরের প্রশিক্ষণ কক্ষে এলজিইডির জলবায়ু সহিষ্ণু স্থানীয় অবকাঠামো কেন্দ্র (ক্রিলিক) আয়োজিত জেন্ডার এন্ড ক্লাইমেট চেইঞ্জ বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে।
এই প্রশিক্ষণে সমাপনী বক্তব্য ও সনদ বিতরণ করেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক সৈয়দা আসমা খাতুন। এসময় এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব-প্রশিক্ষণ ইউনিট) সৈয়দ শফিকুল ইসলাম, ক্রিলিকের নির্বাহী প্রকৌশলী মোঃ লতিফ হোসেন উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দা আসমা খাতুন তিনদিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।
এসময় তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জেন্ডার সংবেদনশীলতা যে কতটা গুরুত্বপূর্ণ -এই প্রশিক্ষণ তার একটি বাস্তব উদাহরণ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নারী, শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর ওপর তুলনামূলকভাবে বেশি পড়ে। তাই পরিকল্পনা, বাস্তবায়ন ও নীতিনির্ধারণে জেন্ডার দৃষ্টিভঙ্গি সংযুক্ত করা অত্যন্ত জরুরি।
প্রশিক্ষণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ শফিকুল ইসলাম বলেন, স্থানীয় পর্যায়ের অবকাঠামো উন্নয়ন ও জলবায়ু সহনশীল উন্নয়নে এলজিইডি সবসময় জেন্ডার সমতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। ক্রিলিকের মাধ্যমে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির এই উদ্যোগ সেই অঙ্গীকারেরই প্রতিফলন।
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী ও পরামর্শকগণ। প্রশিক্ষণে এলজিইডির ত্রিশজন সিনিয়র সহকারী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ বিশেষজ্ঞ মোঃ আবুল কাশেম, মিডিয়া এন্ড কমিউনিকেশন স্পেশালিস্ট সৈয়দ মাহবুব আহসান এই প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81