31322

01/28/2026

হিসাব-নিকাশে এগিয়ে টুকু

শাহীন আবদুল বারী | Published: 2026-01-28 09:37:30

নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই টাঙ্গাইল-৫ (সদর) আসনে রাজনৈতিক উত্তেজনা ও হিসাব-নিকাশ স্পষ্ট হয়ে উঠছে। এগিয়ে যাচ্ছেন ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।

মাঠপর্যায়ের চিত্রে দেখা যাচ্ছে, স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবালের অনেক নেতাকর্মী ধীরে ধীরে তার কাছ থেকে সরে এসে দলীয় প্রতীক ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে কাজ করতে শুরু করেছেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেওয়ার কারণে অ্যাডভোকেট ফরহাদ ইকবাল সংগঠনের শক্ত সমর্থন ধরে রাখতে পারছেন না। ফলে নেতাকর্মীদের একটি বড় অংশ দলীয় ঐক্য ও প্রতীকের প্রতি আস্থাশীল হয়ে ধানের শীষের পক্ষে অবস্থান নিচ্ছেন।

এতে করে প্রশ্ন উঠেছে—দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়াটা কি অ্যাডভোকেট ফরহাদ ইকবালের জন্য ভুল সিদ্ধান্ত প্রমাণিত হচ্ছে?রাজনৈতিক অঙ্গনে এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে।

অন্যদিকে, ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর শিবিরে এই যোগদানকে ইতিবাচক হিসেবে দেখছেন নেতাকর্মীরা।

সুলতান সালাউদ্দিন টুকু এই প্রতিবেদককে বলেন, দল কোনো ব্যক্তির নয়; দল একটি সমষ্টিগত শক্তি, যেখানে লক্ষ লক্ষ নেতাকর্মীর আবেগ জড়িয়ে আছে। সেই দলকে ব্যক্তিস্বার্থে হেয় প্রতিপন্ন করা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

তিনি বলেন, বিএনপির নেতৃত্বের দৃঢ়তার কারণেই আজ দেশে গণতন্ত্রের সুবাতাস বইতে শুরু করেছে। তবে একটি বিতর্কিত রাজনৈতিক দল রয়েছে, যাদের ভূমিকা মহান মুক্তিযুদ্ধের সময় থেকেই প্রশ্নবিদ্ধ। সেই দল নানা কৌশলে এই দেশের নির্বাচনকে বারবার বিতর্কিত করার চেষ্টা করেছে। কিন্তু দেশের জনগণের দৃঢ়তা এবং বিএনপির নেতৃত্বের শক্ত অবস্থানের কারণে তারা সফল হতে পারেনি।

সুলতান সালাউদ্দিন টুকু আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে ইনশাল্লাহ দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশের মানুষ তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থাশীল হয়ে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছে। জনগণের বিশ্বাস, তারেক রহমানের হাতেই দেশ ও দেশের মানুষ নিরাপদ।

বিগত আন্দোলন-সংগ্রামের কথা স্মরণ করে টুকু বলেন, শত শহীদের রক্তের বিনিময়ে আজকের এই নির্বাচন ব্যবস্থায় আসা সম্ভব হয়েছে। গত ১৭ বছরে বিএনপির অসংখ্য নেতাকর্মী গুম, খুন ও কারাবন্দিত্বের শিকার হয়েছেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে ছয় বছর কারাবন্দি করে নির্যাতন করা হয়েছে। এসব ত্যাগের একমাত্র লক্ষ্য ছিল জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করা। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে জনগণ ভোট দিতে পারেনি; সেই অধিকার ফিরিয়ে দিতেই দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম হয়েছে।

তিনি বলেন, বিএনপি করার কারণে অনেক মেধাবী তরুণ চাকরি থেকে বঞ্চিত হয়েছেন। দলের প্রায় ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। অনেকেই বাড়িতে থাকতে পারেননি, খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন। এত নির্যাতন সহ্য করেও বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে রাজনীতি করে।

ধানের শীষ প্রতীকের কথা উল্লেখ করে টুকু বলেন, দীর্ঘ ১৭ বছর পর ধানের শীষে ভোট দেওয়ার সুযোগ এসেছে। এটি হেলাফেলায় নষ্ট করা যাবে না। সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, ব্যক্তিস্বার্থ ভুলে যেতে হবে। দলের প্রতি, প্রতীকের প্রতি আমাদের আবেগ রয়েছে। জনগণের স্বার্থেই বিএনপির রাজনীতি।

টুকু বলেন, টাঙ্গাইল সদরের মানুষ ভুল করবে না। ভোটাররা আগামী ১২ ফেব্রুয়ারী আমাকে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমান এর হাত শক্তিশালী করবে ইনশাআল্লাহ।


Editor & Publisher : Md. Motiur Rahman

Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81