03/15/2025
Siyam Hoque | Published: 2020-03-12 20:11:44
ভেজাল পন্য বন্ধে শুধু অভিযান চালালে হবে না এজন্য সচেতনতাও জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী
বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে সমকাল কনফারেন্স রুমে সমকালের আয়োজনে নকল বা অবৈধ পন্যের বিরুদ্ধে 'নকল পন্য কিনবো না, নকল পন্য বেচবো না' শীর্ষক প্রচারাভিযানের উদ্বোধন ঘোষণা করে এ মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি।
প্রধান অতিথির বক্তব্যে ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ভেজাল পন্য বন্ধে শুধু অভিযান পরিচালনা করলে হবে না; ভেজাল পন্য বর্জনে সচেতনতা জরুরি, ক্যাম্পেইন করা জরুরি।
তিনি বলেন, সমকালের এ উদ্যোগ সময় উপযোগী এবং প্রশংসনীয়। ভেজাল পন্য সরাসরি মানুষের জীবনের সঙ্গে সম্পর্কিত। তাই এটাকে প্রধান গুরুত্ব দিয়ে ভেজাল পন্য বন্ধে পদক্ষেপ নেওয়া উচিত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম, ক্যাব সভাপতি গোলাম রহমান, র্যাব মহাপরিচালক ড. বেনজীর আহমেদ, এনবিআর সদস্য মো. মেফতাহ উদ্দিন খান, বিএটির চেয়ারম্যান গোলাম মঈন উদ্দিন, প্রাণ-আরএফএলের নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরী ইউনিলিভার বাংলাদেশের সিইও এবং এমডি কেদার লেলে প্রমুখ।
সমকালের এই প্রচারাভিযানে সহযোগী হিসেবে রয়েছে- বিএসটিআই, র্যাব, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, ঢাকা চেম্বার ও জেসিআই-নর্থকে। এই আয়োজনের টেলিভিশন পার্টনার চ্যানেল ২৪ এবং রেডিও পার্টনার ঢাকা এফএম।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81