02/24/2025
বিশেষ প্রতিবেদক | Published: 2020-07-31 17:57:38
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির বিপরীতে ইনভয়েস মূল্য পরিশোধের বিষয়ে রূপালী ব্যাংক লিমিটেড এবং বাংলাদেশ তেল, গ্যাস এবং খনিজ সম্পদ করপোরেশন পেট্রোবাংলার মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
পেট্রোবাংলার পক্ষে সংস্থার সচিব সৈয়দ আশফাকুজ্জামান এবং রূপালী ব্যাংকের পক্ষে ব্যাংকের স্থানীয় শাখার মহাব্যবস্থাপক খান ইকবাল হোসেন এ সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।
গতকাল পেট্রোবাংলার বোর্ডরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এবিএম আবদুল ফাত্তাহর সভাপতিত্বে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ওবায়েদ উল্লাহ আল মাসুদ উপস্থিত ছিলেন।
এছাড়াও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রূপালী ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও খন্দকার আতাউর রহমান, পেট্রোবাংলার পরিচালক (অর্থ) মো. হারুন-অর-রশিদ ও জিএম (হিসাব) তোফায়েল আহমেদ, ব্যাংকের সিএফও মো. শওকত জাহান খান, ডিজিএম আবু ইউসুফ মো. জাকারিয়া ও আব্দুল বারাকাতসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81