02/24/2025
স্টাফ রিপোর্টার | Published: 2021-02-09 19:11:30
চলতি বছরের জানুয়ারি মাসে দেশে শ্রমিকদের নামিক (নমিনাল) মজুরি গড়ে ৬ দশমিক ১৯ শতাংশ হারে বেড়েছে। নামিক মজুরি বৃদ্ধির এ হার অবশ্য গত বছরের একই সময়ের চেয়ে কম।
২০২০ সালের জানুয়ারি মাসে নামিক মজুরি বাড়ার হার ছিল ৬ দশমিক ৫৬ শতাংশ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) যে মজুরি সূচক প্রকাশ করেছে, তাতে এ তথ্য মিলেছে।
সাধারণভাবে নামিক মজুরি বলতে একজন শ্রমিক তার কাজের বিনিময়ে নির্ধারিত সময়ে যে পরিমাণ টাকা পেয়ে থাকেন, তাকেই বোঝানো হয়।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো দেশের কৃষি, শিল্প ও সেবা খাতের ৪৪টি উপখাতের আধা-দক্ষ ও অল্প পারিশ্রমিক পেয়ে থাকা শ্রমিকদের মাসওয়ারী নামিক মজুরি বিবেচনায় নিয়ে মজুরি সূচক প্রস্তুত ও প্রকাশ করে থাকে।
প্রতি মাসে মজুরি সূচকের পরিবর্তনের হারকে নামিক মজুরি বাড়া বা কমার নির্দেশক হিসেবে বিবেচনা করা হয়।
বিবিএসের জানুয়ারির সূচক অনুসারে, এ সময়ে কৃষির নামিক মজুরি বেড়েছে ৬ দশমিক ৪৪ শতাংশ। অবশ্য গত বছর জানুয়ারিতে এই হার ছিল ৬ দশমিক ৭৭ শতাংশ।
আবার চলতি বছর জানুয়ারিতে শিল্পখাতের মজুরি সূচক ৫ দশমিক ৫৮ শতাংশ বেড়েছে। তবে গত বছর জানুয়ারিতে এই হার ছিল ৬ দশমিক ১৪ শতাংশ।
বিবিএসের হিসেব অনুসারে, চলতি বছর প্রথম মাসে সেবাখাতের নামিক মজুরি বৃদ্ধির হার ৬ দশমিক ১৬ শতাংশ। আর গত বছর জানুয়ারিতে এই হার ছিল ৬ দশমিক ৫২ শতাংশ।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81