02/25/2025
নিজস্ব প্রতিবেদক | Published: 2021-05-03 22:59:49
এবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি থাকছে তিন দিন। এই তিন দিনের বাইরে কোনো প্রতিষ্ঠান নিজস্ব উদ্যোগে অতিরিক্ত ছুটি দিতে পারবে না। এই সিদ্ধান্ত সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।
সোমবার (৩ মে) মন্ত্রিপরিষদের বৈঠকে শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে এ সিদ্ধান্ত জানান।
তিনি বলেন, ‘অতিরিক্ত কোনো বন্ধ দেওয়া যাবে না। সরকার সিদ্ধান্ত নিয়েছে, কোনো বন্ধ দেওয়া যাবে না। সরকারি বন্ধ এমনিই তিন দিন। তিন দিনের দুদিন শুক্র ও শনি পড়ছে। আরেক দিন বৃহস্পতিবার।
বেসরকারি খাতের কোনো প্রতিষ্ঠান, শিল্পকারখানা এই তিন দিনের বাইরে বন্ধ দিতে পারবে না। ফলে, বৃহস্পতি, শুক্র ও শনি—এ তিন দিনের বাইরে কোনো বন্ধ থাকবে না।
সরকারের এই সিদ্ধান্তের ফলে তিন দিন বন্ধ থাকবে পোশাকশিল্প খাত।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81