02/25/2025
নিজস্ব প্রতিবেদক | Published: 2021-11-28 03:41:45
অন্যান্য বছরের ন্যায় এই বছরও বিভিন্ন ক্যাটেগরিতে বিশেষ অবদান রাখায় 'ভিন্নমাত্রা মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১' বিতরন করলো ভিন্ন মাত্রা মিডিয়া ভিশন।
এই অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তথ্যমন্ত্রী সৈয়দ দীদার বখ্ত এমপি।
তথ্যানুসন্ধানী রিপোর্টিং এবং দক্ষ মানবাধিকার সংগঠক হিসেবে বিশেষ অবদান রাখার জন্য ভিন্ন মাত্রা মিডিয়া ভিশন এর চেয়ারম্যান মুহাম্মাদ মাসুম বিল্লাহ ও সাবেক তথ্যমন্ত্রী সৈয়দ দীদার বখ্ত এমপির নিকট হতে ভিন্নমাত্রা মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১ সম্মাননা পুরস্কার গ্রহণ করেন 'The Investor' পত্রিকার সিনিয়র সাংবাদিক মোঃ মোশাররফ হোসাইন রাজু।
ইয়াসিন ভূঁইয়াকে "শ্রেষ্ঠ জুয়েলারি প্রতিষ্ঠান" নির্বাচিত হওয়ায় 'ভিন্নমাত্রা অ্যাওয়ার্ড 2021' পুরস্কারটি তুলে দিচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তথ্যমন্ত্রী সৈয়দ দীদার বখ্ত এমপি
ভিন্নমাত্রার চেয়ারম্যান মুহাম্মাদ মাসুম বিল্লাহ "শ্রেষ্ঠ জুয়েলারি প্রতিষ্ঠান" নির্বাচিত হওয়ায় ভিন্নমাত্রা অ্যাওয়ার্ড 2021" পুরস্কারটি তুলে দেন রাজধানী ঢাকার খিলক্ষেতে অবস্থিত সাদিয়া জুয়েলার্সের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ ইয়াসিন ভূঁইয়াকে।
ভিন্নমাত্রার চেয়ারম্যান মুহাম্মাদ মাসুম বিল্লাহ ও সাবেক তথ্যমন্ত্রী সৈয়দ দীদার বখ্ত এমপির নিকট হতে "শ্রেষ্ঠ সমাজসেবক ও রাজনীতিবিদ হিসেবে ভিন্নমাত্রা অ্যাওয়ার্ড 2021" গ্রহণ করছেন শাহা রিয়েল এস্টেট লিমিটেডের চেয়ারম্যান মোঃ শাহাজ উদ্দিন মৃধা
সুস্থ ধারার রাজনীতি চর্চা এবং সমাজসেবায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ বিশিষ্ট সমাজ সেবক এবং শাহা রিয়েল এস্টেট লিমিটেডের চেয়ারম্যান মোঃ শাহাজ উদ্দিন মৃধাকে "শ্রেষ্ঠ সমাজসেবক ও রাজনীতিবিদ হিসেবে ভিন্নমাত্রা অ্যাওয়ার্ড 2021" পুরস্কার তুলে দেন ভিন্নমাত্রার চেয়ারম্যান মুহাম্মাদ মাসুম বিল্লাহ ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তথ্যমন্ত্রী সৈয়দ দীদার বখ্ত এমপি।
সিয়াম রিক্রুটিং এজেন্সির চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল লতিফ "শ্রেষ্ঠ রিক্রুটিং এজেন্সি" এর পুরস্কার গ্রহন করছেন
সাবেক তথ্যমন্ত্রী সৈয়দ দীদার বখ্ত এমপির নিকট হতে রেমিট্যান্স আহরণে বিশেষ অবদানের জন্য "শ্রেষ্ঠ রিক্রুটিং এজেন্সি" নির্বাচিত হওয়ায় ভিন্নমাত্রা মিডিয়া অ্যাওয়ার্ড 2021" গ্রহণ করেন সিয়াম রিক্রুটিং এজেন্সির
চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল লতিফ।
"শ্রেষ্ঠ দাতব্য প্রতিষ্ঠান" এর পুরস্কার নিচ্ছেন ডাক্তার কাজী নুরুল ইসলাম দাতব্য চিকিৎসালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব ডঃ কাজী আলমগীর হোসেন
সাবেক তথ্যমন্ত্রী সৈয়দ দীদার বখ্ত এমপির নিকট হতে "শ্রেষ্ঠ দাতব্য প্রতিষ্ঠান" হিসেবে ভিন্নমাত্রা অ্যাওয়ার্ড 2021" গ্রহণ করেন ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত ডাক্তার কাজী নুরুল ইসলাম দাতব্য চিকিৎসালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব ডঃ কাজী আলমগীর হোসেন।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81