02/25/2025
নেহাল আহমেদ, রাজবাড়ী প্রতিনিধি | Published: 2021-12-31 00:38:22
রাজবাড়ী ভূমি অফিসে নানান অনিয়মের জালে আটকে থাকে জরুরী সেবা। নানান তদবির, অবৈধ লেনদেনের সেই জাল থেকে বের হওয়ার কাহিনী অনেক শোনা যায়।
প্রতিনিয়ত ভূমি অফিসে এসে হয়রানি, নামজারি, মিস কেস সম্পর্কিত শুনানি সম্পন্ন হতে বিলম্বের শিকার হচ্ছেন সেবাগ্রহণকারীরা। আবার ঘুষ দিলে কার্য সম্পন্ন হয়ে যাচ্ছে দ্রুত।
সকাল বেলা কি পছা কামডা নিয়ে আইছো? না বাবু পচা না এইগুলো করে দিতে হবে। এভাবেই কথা বলছে আর প্রকাশ্যে ঘুষ নিচ্ছে রাজবাড়ী সদর উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী কাম হিসাব রক্ষক বাবুল চন্দ্র সরকার।
বুধবার বিকালে এই প্রতিবেদকের কাছে ঘুষ লেনদেনের এমন একটি ভিডিও এসেছে।
ভিডিওতে দেখা যায়, ভূমি অফিসের প্রধান সহকারী কাম হিসাব রক্ষক বাবুল চন্দ্র সরকার অফিসের চেয়ারে বসে আছে। তার সামনে চেয়ারে বসে আছে তিনজন বৃদ্ধ আর একজন যুকক দাঁড়িয়ে আছে। এরমধ্যে একজন বৃদ্ধের হাতে কিছু টাকাও রয়েছে। সেই টাকাগুলো বাবুল চন্দ্রের দিকে ধরে রেখেছে। সে সময় বাবুল চন্দ্রের দিকে এক ব্যক্তিকে আসতে দেখা যায়। তাকে দেখে তিনি বলেন সকাল বেলা কি পছা কামডা নিয়ে আইছো? পাশে থাকা ব্যাক্তিটি বলছে, না বাবু পচা না এইগুলো করে দিতে হবে। এই কথার পর ওই বৃদ্ধের হাত থেকে টাকা নেন বাবুল চন্দ্র। এসময় ওই ব্যক্তি বলেন আরও দেবেন মুরব্বি মানুষ, আমি আছি না।
সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডু জানায়, এই বিষয়ে অভিযুক্ত বাবুল চন্দ্র সরকারকে শোকজ করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে তাকে কারণ দর্শানো নোটিশের জবাব দিতে বলা হয়েছে। সেই সাথে তাকে অফিসের সমস্ত কাজ থেকে বিরত রাখা হয়েছে।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81